ঢাকা
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৪
logo
প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৪

নির্বাচিত সরকারের জন্য ফুটপ্রিন্ট রেখে যাওয়া হচ্ছে ব্যাংক খাতে: অর্থ উপদেষ্টা

পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশের ব্যাংক খাতে একটা ফুটপ্রিন্ট রেখে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ব্যাংক খাতে আমরা একটি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি। যেটার ওপর দিয়ে পরবর্তী সরকার হাঁটবে। মূলত ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকার শর্টটার্ম (স্বল্পমেয়াদী) সংস্কার করছে, তবে আগামীতে নির্বাচিত সরকার লংটার্ম (দীর্ঘমেয়াদী) সংস্কার করবে।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে পিকেএসএফ দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

বর্তমান সরকার তার কাজের মাধ্যমে এগিয়ে যাবে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদেশি ও দ্বিপাক্ষিক সংস্থা সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। আমাদের ক্যাপাসিটি আছে, সৃজনশীলতা আছে। আমরা এগিয়ে যাব।

পিকেএসএফকে একটি বিশ্বমানের সংস্থা উল্লেখ করে তিনি বলেন, শুধু ঋণ দেওয়া না, প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে কাজ করেছে পিকেএসএফ। এর গ্রহণযোগ্যতা দাতা সংস্থাদের কাছে অনেক বেশি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অনেক অভাব। সততার অভাব রয়েছে। প্রতিষ্ঠান ভালো না হলে, যতই প্রজেক্ট করা হোক না কেন, সেটার বাস্তবায়ন হয় না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram