কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে রড সিমেন্ট বোঝাই দুইটি ট্রলারসহ ছয়জন মাঝিকে ধরে নিয়ে গেছেন আরাকান আর্মি।
বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় এ অভিযোগ করেন ভুক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।
তিনি বলেন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন যাওয়ার সময় আজ দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছেন আরকান আর্মি। ট্রলার দুইটিতে ছয়জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।