ঢাকা
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:৫২
logo
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৪

আওয়ামী লীগ দলটাই নষ্ট দল : জামায়াতের নায়েবে আমির

অতীতে করা অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের দুষমন। তাদের দুর্নীতি অপশাসনে অতিষ্ঠ ছিল দেশের মানুষ।’

শুক্রবার সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, ‘অন্তর্বতী সরকার সংস্কারের কাজ করছে। উপদেষ্টাদের আমাদের সহযোগিতা করতে হবে। আমরা ৪১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি।’

এ সময় যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান জামায়াত ইসলামীর এই নায়েবে আমীর।

নির্বাচন নিয়ে বিগত আওয়ামী সরকারের ডাকাতির করেছে মন্তব্য করে এই জামায়াত নেতা বলেন, ‘তারা এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে। শুধু তাই নয়, ২০২৪ সালে তারা ডামি নির্বাচন করেছে। কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছে। এসব কাজকর্ম দেখে গাধাও হাসে। এছাড়াও তারা কত বড় রকমের চুরি-ডাকাতি করেছে তা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ দলটাই নষ্ট দল।’

এ সময় সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনারও কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির।

তিনি বলেন, ‘আগের সরকারগুলো নিজেদের স্বার্থমতো দেশ চালিয়েছে। এবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামায়াত কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী দেশ না চলবে, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব না। মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। মানব রচিত মতবাদ আর নয়, ইসলামি বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে জামায়েত ইসলাম আন্দোলন করছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram