চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দুর্গাপূজার ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৪’শ ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে স্থানীয় বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হলেও আজ বুধাবার বাজারে ১০-১২ টাকা কমে এখন ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সোনামসজিদ স্থলবন্দরের প্যানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মোঃ মাইনুল ইসলাম জানান, দুর্গাপূজার ৬ দিনের ছুটি শেষে মঙ্গলবার এবং আজ বুধবার দুপুর ৩টা পর্যন্ত বন্দরে ১২৭ টি ট্রাকে ৩ হাজার ৪৩০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে।
তিনি আরে জানান, আজও বেশ কিছু ট্রাকে ভারতীয় পেঁয়াজ প্রবেশের পথে রয়েছে বলে মহদিপুর কাষ্টমস আগাম জানিয়েছেন। বর্তমানে আমদানি বাড়ার সাথে সাথে পেঁয়াজের বাজার নিম্নমুখী হতে চলেছে। সামনের দিনে আরো কমবে বলে তিনি জানান।