সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আগামীকাল। মঙ্গলবার (৯ জুলাই) বিশেষ চেম্বার আদালতের বিচারক আশফাক উল ইসলাম এ আদেশ দেন।
রিটকারীদের পক্ষ থেকে চেম্বারে আবেদনের প্রেক্ষিতে এই দিন ধার্য করা হয়েছে। তবে নিয়ম অনুসারে আপিল শুনানি বৃহস্পতিবারের কার্যতালিকায় আসার কথা ছিল।
সরকারি চাকরিতে কোটা বাতিলের ঐতিহাসিক আন্দোলনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালের ৪ অক্টোবর নবম থেকে ১৩ তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। সেখানে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হয়।
নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, উপজাতি ৫ ও প্রতিবন্ধীর এক শতাংশ কোটা সবই বাতিল করা হয়। এই পরিপত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারসহ সাতজন হাইকোর্টে রিট করেন।