যশোর প্রতিনিধি: সারা দেশের ন্যায় যশোরেও শান্তি-শৃঙ্খলা ও জনমনে স্বস্তি ফেরাতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্ত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালিতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সম্প্রীতি র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে। এ সময় যশোরবাসী করতালি দিয়ে এই উদ্যোগকে অভিনন্দন জানান।