গাজী জয়নাল আবেদীন, রাউজান,চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘রাউজানবাসীর কাছে আমার প্রথমবার কিছু চাওয়া,হিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন। কোনো সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হওয়া মানে আমার পরিবারের উপর আক্রমণ হওয়া।
বুধবার সন্ধ্যায় রাউজান পৌর সদর মুন্সিরঘাটাস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি গহিরাস্থ বক্সে আলী চৌধুরী জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারত করেন। একই দিন বিকালে গহিরা এলাকায় আরও একটি জনসভায় বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরী। হুম্মাম কাদের চৌধুরীকে এক নজর দেখার জন্য রাউজানের প্রতিটি ইউনিয়ন, পৌরসভার প্রতিটি ওয়ার্ড,রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা লোকে লোকারণ্য হয় তার গহিরাস্থ বাসভবন। বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
রাউজান উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো.ফিরোজ আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ইউসূফ, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম,মো. সাহেদ, মো. খোরশেদ, মো. আলী সুমন, মো. আরিফ, ছোটন, নেজাম উদ্দিন চৌধুরী, ওমার কাইয়ুম, সালাউদ্দিন, বাপ্পা, রনি, মো. জাবেদ।
এসময় উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।