বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪ এর জন্য মনোনীত হয়েছেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও চিফ অপারেটিং অফিসার (সিওও) তাসনোভা মাহবুব সালাম। গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
আজ শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে হোটেল লেকশোরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাসনোভা মাহবুব সালামের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানের আয়োজনে রয়েছে ড্রিম শোবিজ, ফিউচার সাইন বিউটি একাডেমি ও গ্লোবাল ব্র্যান্ডস। এছাড়া আছে ইভেন্ট সিটি ও এম আর ফিল্মস। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই, অনলাইন পার্টনার স্টার গল্প এবং ভিডিও ও ফটোগ্রাফি পার্টনার ট্রিও ভিজুয়াল। সার্বিক তত্ত্বাবধানে আছে নতুন ধরা।
তাসনোভা মাহবুব সালাম ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। তারপর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেন। এরপর আইন পড়তে লন্ডন চলে যান তিনি। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি ও মেরিটাইম ল’র উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাস করেন।
আইনে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন তাসনোভা মাহবুব সালাম। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।
বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত আছেন তাসনোভা মাহবুব সালাম। দ্যা ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি।
সম্প্রতি তাসনোভা মাহবুব সালামের রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানির পুরস্কার পায়। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কাছ থেকে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ গ্রহণ করেন তিনি।
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কাছ থেকে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ গ্রহণ করছেন তাসনোভা মাহবুব সালাম।
তাসনোভা মাহবুব সালাম মরহুম এ কে এম মাহবুব আলমের কনিষ্ঠ কন্যা। মাহবুব আলম বাংলাদেশ ডাক বিভাগের মহাসচিব ছিলেন। এছাড়াও তিনি ছিলেন অত্র বাংলাদেশ ডাক বিভাগের সিবিএ নেতা।
তাসনোভা মাহবুব সালামের অনুপ্রেরণা বাবা এ কে এম মাহবুব আলম, স্বামী একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং পুত্র।