বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, খন্দকার মোশতাক ছবি নামালেও জিয়াউর রহমান তার ছবি পুনরায় টাঙিয়েছিলেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন। স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছিলেন। গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে। এর আগে তিনি স্বাধিকার আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল। মানুষ তাকে ভোট দেয়।
বিএনপির এই নেতা বলেন, শেখ মুজিবুর রহমান তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি। স্বাধিকার সংগ্রাম বা স্বাধীনতার আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। তবে স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি। স্বাধীনতার যুদ্ধে অবদান রেখেছিলেন জিয়াউর রহমান। ৭৫ এর ১৫ আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন। ৭ নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই ছবি পুনঃস্থাপন করেন।
এ সময় উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর ছবি নামানোর কথা জানিয়েছেন। সময় সবসময় এক যায় না। স্বাধীনতার পরে শেখ মুজিবের অনেক অন্যায় দেখেছি, তারপরও তার ছবি ছিল। আমি মনে করি, তার ছবি নামিয়ে ফেলাটা উচিত হয়নি।
রুহুল কবির রিজভী বলেন, ভালো চিকিৎসক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার আমলে বিভাজন করা হয়েছিল। অনেকে বিএনপির সাথে যুক্ত থাকায় পদোন্নতি দেয়া হয়নি। রাজনৈতিক কারণে পদবঞ্চিত করা হয়েছে। একই পদে অনেকেই ১৫-১৬ বছর চাকরি করেছেন।