ঢাকা
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৪

দুই বিষয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন করলেন অন্বয় মাজহার

এ বছর দুটি বিষয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী অন্বয় মাহজার। ৬৫জন বাংলাদেশি ছাত্র এবার ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মানে ভূষিত হলেও এ ক্ষেত্রে অন্বয় একমাত্র ব্যতিক্রম। অন্যদের অর্জন একটি বিষয়ে হলেও অন্বয় এ সম্মান অর্জন করেছেন একাধিক বিষয়ে। তিনি ম্যাথমেটিকস ও অ্যাকাউন্টিং- এই দুই বিষয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’।

৩০ নভেম্বর ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এই শিক্ষার্থীরা এ বছর জুন মাসে অনুষ্ঠিত ক্যামব্রিজ এক্সামিনেশন সিরিজে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মানে ভূষিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই মি জেমস গোল্ডম্যান এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেজ ডেভেলপমেন্ট ডিরেক্টার সারওয়াত রেজা। ক্যামব্রিজের আন্তর্জাতিক শিক্ষা বিভাগের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ অনুষ্ঠানে একটি ভিডিও বার্তা প্রদান করেন।

‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মান ‘আউটস্ট্যান্ডিং ক্যামব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’ (OCLA-এর অংশ। ২০২৪ সালের (OCLA-তে মোট ৯৮ জন বাংলাদেশি শিক্ষার্থী ১২১টি পুরস্কার লাভ করেন। এই বৈশ্বিক পুরস্কারগুলি ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষার সর্বোচ্চ নম্বর অর্জনকারীকে সম্মানিত করে, যাদের মধ্যে পৃথিবীজুড়ে এক মিলিয়ন শিক্ষার্থী প্রতি বছর ক্যামব্রিজের আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোর্সে অংশগ্রহণ করে। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন গত এক শত ষাট বছর ধরে বৈশ্বিক পরীক্ষাগুলি পরিচালনা করে আসছে। পুরস্কারগুলো চারটি ক্যাটাগরিতে দেওয়া হয়: টপ ইন দ্য ওয়ার্ল্ড, হাই অ্যাচিভমেন্ট, টপ ইন কান্ট্রি, এবং বেস্ট অ্যাক্রস। এবছর ১২১টি পুরস্কারের মধ্যে ৬৫জন বাংলাদেশি শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কারে ভূষিত হয়েছে, যা একটি বিশেষ বিষয়ের জন্য সারা পৃথিবীতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের দেয়া হয়। এই বিজয়ীদের মধ্যে ৯৮ জন শিক্ষার্থী ক্যামব্রিজ ও লেভেল, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস এবং এ লেভেল, এবং ক্যামব্রিজ আইজিসিএসই বিষয়ের মধ্যে এই পুরস্কার লাভ করে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি উদ্বোধন করেন শাহিন রেজা, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার বাংলাদেশ। তিনি বলেন, ‘ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের দ্রুততম বেড়ে ওঠা আন্তর্জাতিক পুরস্কৃতকারী প্রতিষ্ঠান, এবং স্কুলগুলোর ও শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এই বছরে বাংলাদেশের মধ্যে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের কঠোর পরিশ্রমের প্রমাণ।’

অন্বয় মাজহার বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী এবং পাক্ষিক ‘অন্যদিন’-এর সম্পাদক মাজহারুল ইসলাম ও তানজিনা রহমান স্বর্ণার কনিষ্ঠ পুত্র।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রতিও রয়েছে অন্বয়ের গভীর ভালোবাসা। ইতিমধ্যে তার একটি বই প্রকাশিত হয়েছে। তার লেখা ভ্রমণকাহিনি ‘The Magical World of Thailand’ সুধীজনের নজর কেড়েছে। লেখালেখির পাশাপাশি পিয়ানোবাদনেও অন্বয় ছড়াচ্ছেন মুগ্ধতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram