ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:২৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৪

প্রতিযোগিতা করে লুটপাট চালানো হয় সুপার স্পেশালাইজড হাসপাতালে

উদ্বোধনের দুই বছর পার হলেও পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল। বাক্সবন্দি শতকোটি টাকার যন্ত্র ও যন্ত্রাংশ। চালুর আগেই মেয়াদ উত্তীর্ণ অনেক যন্ত্রাংশের।

জানা গেছে, হাসপাতাল নির্মাণের আগে উন্নয়ন প্রকল্প প্রস্তাবে জনবলকাঠামো ও হাসপাতাল পরিচালনার নীতিমালার তথ্য জমা দেওয়া হয়নি।

আর সে সুযোগ কাজে লাগিয়ে লুটপাটের প্রতিযোগিতায় নামেন বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য শারফুদ্দিন আহমেদ ও সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. জুলফিকার আলী।

সাবেক উপাচার্য অর্থের বিনিময়ে নিয়োগ দেন তিন শতাধিক অদক্ষ মেডিক্যাল অফিসার, নার্স ও কর্মচারী। আর হাসপাতাল নির্মাণে নিম্নমানের সামগ্রী ও মেডিক্যাল যন্ত্রপাতি কিনে অর্থ আত্মসাৎ করেন প্রকল্প পরিচালক। শুরুতে দুজনের সম্পর্ক আস্থার মধ্যে থাকলেও শেষটা ছিল টানাপড়েনের।

তখন গণমাধ্যমে একের পর এক খবর আসতে থাকে সুপার স্পেশালাইজড হাসপাতালের দুর্নীতি নিয়ে। সংবাদ প্রকাশের পর বন্ধ হয়ে যায় লোকবল নিয়োগ। তবে যন্ত্রপাতি ক্রয়ের বিষয়টি চালু থাকে। বিএসএমএমইউয়ের একাধিক সূত্র জানিয়েছে, ৪০৩ রকমের ছয় হাজার ৬১২টি চিকিৎসাযন্ত্র কেনা হয় প্রায় আড়াই শ কোটি টাকায়।

জনবল না থাকায় ৭০ শতাংশ যন্ত্রপাতি এক দিনও ব্যবহার হয়নি। এসব যন্ত্রের মেয়াদ রয়েছে তিন বছরের কমবেশি। ফলে ব্যবহারের আগেই মেয়াদ শেষ হয়েছে অনেক যন্ত্রের। এদিকে যন্ত্রাংশ ত্রুটির দায় সময়কাল শেষ হয়ে যাওয়ায় পরিবর্তনেরও সুযোগ নেই।

গতকাল সোমবার দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতাল ঘুরে দেখা যায়, নিচতলার রিসিপশনের পুরো লাউঞ্জে কোনো এসি নেই।

শীতের দিনেও গরম অনুভূত হচ্ছে। ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তালা ঝুলছে। বন্ধ আছে দুটি ভিভিআইপি ও চারটি ভিআইপি কেবিন। ৫৮ সাধারণ কেবিনে ভর্তি রয়েছে ২৩ জন রোগী। এ ছাড়া ১০০ শয্যার জরুরি ইউনিটে চিকিৎসা চলছে ১৪ জন ডেঙ্গু রোগীর। উদ্বোধনের পর কিছুদিন বেশ কিছু অস্ত্রোপচার হলেও এখন তা-ও বন্ধ।

হাসপাতালের কিছু জায়গায় এসির পাইপ চুইয়ে দেয়াল ভিজে আছে। শৌচাগারের পানি ওয়ার্ড ও কেবিনে চলে আসে। বেশ কিছু ফ্লোর টাইলসে শেওলা পড়ে গেছে। পলেস্তারা ও পেইন্ট খসে পড়ছে। এক্স-রে মেশিনের বেশির ভাগই অ্যানালগ পদ্ধতির, সার্জারির ক্ষেত্রে ব্যবহূত হচ্ছে পুরনো কয়েকটি মেশিন, টেলিফোন এক্সচেঞ্জ অকেজো অনেক আগে থেকে। আইপিএসগুলো ব্যবহূত না হওয়ায় নষ্ট হয়ে পড়ে আছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থাও আধুনিক নয়।

আইসিইউসংশ্লিষ্ট কয়েকজন জানান, আইসিইউ ভেন্টিলেটরের ফিল্টার ও অন্যান্য সাপোর্ট ডিভাইস নেই। একই সঙ্গে পোস্ট-ট্রান্সপ্লান্ট আইসিইউ নেই।

প্রথম বছরেই যে সমস্যাগুলো উঠে আসে : প্রকল্পে স্বয়ংক্রিয় গেট ও পার্কিং ব্যবস্থার কথা উল্লেখ করা হলেও ক্রটিপূর্ণ যন্ত্রের কারণে ব্যবস্থাটি কাজ করে না। হাসপাতালের দক্ষিণ পাশে সাধারণের চলাচলের পথে ঘাস লাগিয়ে অর্থের অপচয় করা হয়। পশ্চিম পাশে পাঁচ হাজার লিটার অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে, কিন্তু সেটি সঠিক জায়গায় বসানো হয়নি। এতে অক্সিজেন সরবরাহকারী কোনো গাড়ি প্রবেশ করতে পারে না। ফলে সেটি অব্যবহূত। হাসপাতালের বেইসমেন্ট-২-এ মর্গ থাকলেও মরদেহের গোসলের ব্যবস্থা নেই। বেইসমেন্ট-১-এ গাড়ি ওঠা ও নামা ঝুঁকিপূর্ণ। পার্কিং টাইলসের স্থলে ব্যবহূত হয়েছে পিচ্ছিল টাইলস। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।

লেভেল-১-এ অবস্থিত জরুরি বিভাগে ১০০ শয্যার জায়গায় শয্যা রয়েছে মাত্র ৫০টি। বাকি ৫০ শয্যা রাখা হয়েছে লেভেল-৭-এ। এতগুলো রোগীর জন্য শৌচাগার রয়েছে মাত্র চারটি। জরুরি অপারেশন থিয়েটারে চিকিৎসকদের হাইজিন ব্যবস্থা ও ড্রেস পরিবর্তনে কোনো কক্ষ রাখা হয়নি।

হাসপাতালের কিডনি ও লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা থাকলেও আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতিস্থাপনের জন্য আলাদা কোনো আইসিইউ রাখা হয়নি। হাসপাতালে কোরিয়ার তৈরি লিফট ব্যবহার করার কথা থাকলেও ব্যবহূত হয়েছে চায়না লিফট। লেভেল ৭, ৮ ও ৯-এ অবস্থিত ওয়ার্ডগুলোতে মোট ৫৪০টি শয্যা থাকলেও ৪৪৪ শয্যায় কোনো এসি বা চিলারের ব্যবস্থা নেই। হাসপাতালে উন্নতমানের ফ্লোর টাইলস ব্যবহারের কথা থাকলে তা ব্যবহূত হয়নি, যা এক বছরের মধ্যে নষ্ট হওয়া শুরু করেছে। প্রকল্পে এক হাজার পিএবিএক্স টেলিফোন সংযোগের কথা থাকলেও এখন পর্যন্ত একটি সংযোগও দিতে পারেনি। মাস্টার ডাটা সংগ্রহের কাজটি পুরোপুরিভাবে করা হয়নি। দুটি ইকো মেশিনই পুরনো মডেলের, যা কোনো আধুনিক হাসপাতালে ব্যবহার হয় না। এক্স-রে মেশিনগুলো অ্যানালগ পদ্ধতির, যার প্রচলন নেই।

শুরু থেকে প্রকল্পের উপপরিচালকের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক নূর-ই-এলাহী মিম বলেন, তিন কারণে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি। এক. নানা ত্রুটি নিয়ে হাসপাতাল চালু হয়; দুই. হাসপাতাল কর্তৃপক্ষ, বিএসএমএমইউ ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা; তিন. গত দুই বছরে পটপরিবর্তন হওয়া। যে কারণে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নিয়ে হাসপাতালে পরিচালনার কাজ শুরু করা যায়নি। তিনি বলেন, ‘প্রকল্পে যেসব যন্ত্রাংশ দেওয়ার বিষয় উল্লেখ রয়েছে, এর বাইরে এখনো কোনো যন্ত্রাংশ আমরা পাইনি। এখনো অনেক যন্ত্রের ওয়ারেন্টি-গ্যারান্টি আছে। এর পরও যদি কোনো অভিযোগ থাকে সেটা সমন্বয় করে ঠিক করার সুযোগ রয়েছে; যেহেতু পুরো টাকা এখনো পরিশোধ করা হয়নি।’

চালুর জন্য এক বছর সময় পেয়েছি : বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এর আগের প্রশাসনে সবাই আমার সিনিয়র, আমি উনাদের সম্মান করি। আগে কী হয়েছে সে বিষয়ে বলতে চাই না। আমি মনে করি, এটি রাষ্ট্রীয় সম্পদ, রক্ষার দায়িত্বও আমাদের।’

তিনি বলেন, ‘সম্প্রতি মন্ত্রণালয়ের এক বৈঠকে আমাকে এবং নতুন উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহিনুল আলমকে দেওয়া হয়েছে। আমরা এক বছর সময় পেয়েছি। এই সময়ে নতুন করে নিয়োগ দিয়ে প্রশাসন সাজাব। সিন্ডিকেট ও গভর্নিং বডি পরিবর্তন করব। আমরা বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

তিনি আরো বলেন, ঋণের টাকা এখনো দেওয়া শুরু হয়নি। প্রকল্পের মেয়াদ বাড়াতে মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটুকু নিশ্চিয়তা দিতে চাই, অর্থনৈতিক কোনো বদনাম শুনবেন না।

জানা গেছে, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দেশটির এক্সিম ব্যাংক এর অর্থায়ন করছে। ২০১৫ সালের ১৯ নভেম্বর প্রকল্পের ঋণচুক্তি স্বাক্ষর হয়। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি একনেক প্রকল্প অনুমোদন করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram