ঢাকা
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:৪২
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৪
আপডেট: আগস্ট ১০, ২০২৪
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৪

ধর্মীয় স্থাপনা ও বাড়িঘরে হামলা-ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

একে মিলন, সুনামগঞ্জ থেকে: সম্প্রতি শেখ হাসিনার সরকার পদত্যাগ পরপর  দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাংচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দুষ্টান্তমূলক শান্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ সনাতন ধর্মাবলম্বীর আয়োজনে শহরের আলতাব উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন ও বিক্ষোভ  কর্মমসূচী পালিত হয়। এতে বিভিন্নস্তরের ধর্মীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গেল আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। 

 এ সময় বক্তব্য রাখেন হিমান্ত রায় প্রান্ত, চন্দ্রন চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, প্রদীপ পাল নিতাই, কুলি তালুকদার আরতী, হরিপদ রায়, চন্দন মোহন রায়, রাজ সাম গোপাল দাস, অয়ন চন্দ্রসহ আরো অনেকেই।

সংবিধান ও গনতন্ত্রের মূল ভিত্তি ছিল দেশে প্রতিটি ধর্মের মানুষের সমান মত প্রকাশের স্বাধীনতা এবং নিজ নিজ ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করা। কিন্তু দেখা যাচ্ছে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় নির্বাচন বলেন আর যেকোন ফেইসবুকের স্যাটার্সকে কেন্দ্র করে বলেন দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের মন্দির, গীর্জায় ও উপসানালয়ে একশ্রেণীর ধর্মান্ধরা ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করতে সুপরিকল্পিতভাবে প্রতিমা ভাংচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগসহ সবধরনের অপরাধ সংঘটিত করা হয়।

নেতৃবৃন্দরা এমন ন্যাক্কারজনক হামলা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সমস্ত ধর্মান্ধগোষ্টির যারাই হামলার সাথে জড়িত রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান। অন্যতায় আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দরা। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram