নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী হাবিজ উদ্দিন ওরফে হাবিকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের ভূইয়ার মোড়ে শীলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শীলমান্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মাসুদ ভূইয়া। তিনি বলেন, শিলমান্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদক সম্রাট শীর্ষ সন্ত্রাসী চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ী হাবিজ উদ্দিন ওরফে হাবি এলাকার জনমনে এক আতংকের নাম। তার হিংস্র থাবায় শিলমান্দী ৩নং ওয়ার্ড সহ আশপাশে এলাকার যুব সমাজকে নেশার রাজ্যে পরিণত করেন। সে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে এলাকায় চাঁদাবাজী, মাদক ব্যবসা, জুয়ার আসর সহ অসামাজিক কর্মকান্ড সংগঠিত করে। সে সরকারের ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পে ঢুকে তাদেরকে ঘর থেকে বের করে সেখানে মদ, জুয়া, গাঁজ সহ বহুরকম অসামাজিক কর্মকান্ড সংগঠিত করে। তারা বাধা দিলে তাদের কে মারধর সহ নানাহ রকম হুমকি প্রদান করে। এই বিষয়টি তারা আমাকে জানালে মাদক সম্রাট হাবি সহ তার ছেলে হিমেলকে আশ্রয়ণ প্রকল্পে না যাওয়ার জন্য বাধা দিলে সে আমাকে হুমকি দেয়। গত সোমবার রাতে আমি ভূইয়ার মোড়ে অফিসে বসেছিলাম। এসময় হাবি হিমেল এবং তার ক্যাডার বাহিনী সহ আমাকে লক্ষ্য করে হামলা করে। সে আমার বুকে অস্ত্র ঠেকিয়ে অফিস থেকে বের হতে বলে। সে আরো বলে আমাকে চাঁদা না দিলে তুই মেম্বারি করতে পারবি না। সে শত শত মানুষের সামনে আরো বলে তোকে যেখানেই পাবো রাম দা দিয়ে তোর ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলবো। আমরা এ ঘটনার পর আতঙ্কে আছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় আমি জিডি করেছি। আমরা দ্রুত তার গ্রেপ্তার দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম ভূইয়া অভি, সহ সমন্বয়ক জুনায়েদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, রফিকুল ইসলাম লিটন, আজিজুর রহমান খান, চাঁন মিয়া সহ এলাকাবাসী।