কেরানীগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইস্পাহানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ রিয়াজ হত্যা মামলায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদকে প্রধান আসামি করে ৩১০ আওয়ামী লীগ নেতা-কর্মী সহ আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে ৫১০ বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে রিয়াজের চাচা মো.রমজান আলী।
মামলার এজাহারে বাদী বলেন, গত ১৯ জুলাই কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় সৈকত ফার্মিসির সামনে পাকা রাস্তার ওপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আনুমানিক পাঁচশো থেকে সাতশো ছাত্র জনতা আন্দোলনরত অবস্থায় এক নং আসামি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশে এবং ২ নং আসামি আনোয়ার হোসেন আয়নাল এর নেতৃত্বে আসামীগণ পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে দেশি বিদেশি অশ্র সহ বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার জন্য এলোপাথালি ইটপার্টকেল মারে ও অশ্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে। ওই সময় উপরের উল্লেখিত আসামিদের ছড়া একটি গুলি রিয়াজ হোসেন (২১) এর মাথার পিছনে লাগে সাথে সাথে মাঠিতে লুটিয়ে পড়ে। তার শরিলে বিভিন্ন জায়গায় ইটপার্কেটের আঘাত লাগে পরবর্তীতে উপস্থিত ছাত্র জনতা তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ১৯ এ জুলাই সন্ধা ৬ টায় ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ৩১০ জনের নামে ও ২০০ জন অজ্ঞাত আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৪। ২৬ তারিখ সোমবার রাতে এ মামলা করা হয়।