ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৪

কমলগঞ্জের ধলাই নদীর তীরের কাশফুল পর্যটকদের আকর্ষণ করছে

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের ভানুগাছ বাজারের পাশে ধলাই নদী। আর এই নদীর তীরে ফুটেছে কাশফুল। প্রকৃতিতে শরতের আগমনী বার্তা জানিয়ে দেয় কাশফুল। শরৎকাল মানেই সাদা রঙের খেলা। এ সময় নীল আকাশে সাদা মেঘের ভেলা উড়ে বেড়ায়। সবুজ ঘাসের ভেতর মাথা উঁচু করে হাওয়ায় দোল খায় পালকের মতো নরম ধবধবে সাদা কাশফুল।

শারদীয় এ ঋতুতে কাশফুল ফুটে মুগ্ধতা ছড়িয়েছে প্রকৃতিতে। বড্ড অবহেলায় নদীর ধার, পুকুর পাড় কিংবা বিস্তীর্ণ বালুচরে ফোটে কাশফুল। দূর থেকে কাশবনে তাকালে মনে হয়, শরতের সাদা মেঘ যেন নেমে এসেছে ধরণীর বুকে। একটু বাতাস পেয়ে দলে দলে কাশফুল যখন এদিক-ওদিক মাথা নাড়ায়, তখন মুগ্ধ না হয়ে উপায় নেই।

এমন দৃশ্যের দেখা মেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদী পাড়ের কয়েকটি স্থানে। কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পুরাতন ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে, গোপালনগর ও বড়গাছ এলাকায় নদীর চরসহ বেশ কয়েকটি স্থানে প্রচুর কাশফুল ফুটেছে। স্থানীয় প্রকৃতিপ্রেমীরা এখানে আসছেন। কেউবা আনন্দে হারিয়ে যাচ্ছেন কাশবনে। কেউ তুলছেন ছবি। কেউবা হাত বুলিয়ে নিচ্ছেন কাশফুলে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি বেশি দেখা যায়।

কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম জানান, প্রতি বছর শরৎ এলে ধলাই নদীর তীরে কাশফুল ফুটে। একটি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে কাশফুল ফোঁটায় পথচারীসহ পর্যটকের আকর্ষণ করছে।

অনেক শিক্ষার্থীরা জানান, ‘কাশফুলের সমারোহে বিকেলের বাতাস যেন শীতের আগমনের বার্তা দিচ্ছে। কাশফুলের মুগ্ধতায় আমাদের এখানে আসা। কাশফুল শৈশবের স্মৃতিগুলোও স্মরণ করিয়ে দিচ্ছে। কাশফুলের মাঝে ছবি তুললে অনেক সুন্দর হয়। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পেরে খুবই ভালো লাগছে।’

স্থানীয় বাসিন্দা মৌসুমী মৌ জানান, ‘কাশফুল ছাড়া শরৎ পরিপূর্ণ হয় না। ধলাই নদী তীরে প্রতি বছরই কাশফুল ফোটে। কিন্তু দুঃখের বিষয় অনেকেই ফুল ছিঁড়ে নিয়ে যায় আবার কেউ কেউ গরুর খাবার হিসেবে এগুলো কেটে নিয়ে যায়।’

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ ও পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো. মোনায়েম খান জানান, ঋতু পরিক্রমায় এখন শরৎকাল। আর সেই শরৎকালের বৈশিষ্ট্য কাশফুল। আমাদের কমলগঞ্জে এটি অতিপরিচিত। ধলাই নদীর পাড় ও চরে এখন কাশফুলের সমারোহ।

তারা আরো জানান, কাশফুলে রয়েছে বহুবিধ ব্যবহার। তাছাড়া কাশে অনেক ঔষধি গুণ রয়েছে। জ্বালানি বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য নয়, অন্তত সৌন্দর্যপ্রেমি মানুষদের জন্য হলেও কাশবন থাকার প্রয়োজন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram