ঢাকা
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৮
logo
প্রকাশিত : অক্টোবর ৭, ২০২৪

মিরসরাইয়ে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফসহ ২৯ জনের নামে মামলা, গ্রেফতার-২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান করে এজহারনামীয় ২৯ জনের নামে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন এক যুবদল নেতা। রবিবার রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারনামীয় আসামী জাহিদুর হাসান ও মোশাররফ হোসেনকে রবিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সোমবার (৭ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ সন্তান ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ রেজাউল করিম খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়াসহ ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) আব্দুর রহিম বলেন, ২০২২ সালের ১১ এপ্রিল বারইয়ারহাট পৌর এলাকার খান সিটি সেন্টারের সামনে অস্ত্র-হাতুড়ি দিয়ে ৮-১০ জন তার উপর অতর্কিত হামলা করে। তখন স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে পরবর্তীতে শারিরিক অবস্থার অবণতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। এই ঘটনায় ইফতেখার মাহমুদ জিপসন বাদী হয়ে ২৯ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করে মামলাটি (নং-১৩) দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক এমপি মাহবুব উর রহমান রুহেল ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনকে হুকুমের আসামী করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী জাহিদুল হাসান ও মোশাররফ হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram