শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় জামায়াত নেতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেনে মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৯ নেতাকর্মী জেল হাজতে।
রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের দায়ের করা মামলায় বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণর নির্দেশ দেন।
জামিন না মঞ্জুর হওয়া অপর নেতা কর্মীরা হচ্ছে, আওয়ামীলীগের জালাল আহম্মেদ রুমি, গিয়াস উদ্দিন মুন্সি, শ্রমিক লীগ নেতা হেলাল তালুকদার, যুবলীগ নেতা শরীফ খায়রুল ইসলাম, শামিম তালুকদার, ছাত্রলীগ নেতা আজমল হোসেন ও সোহেল।
মামলা সুত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর দিবাগত রাতে বাদি জামায়াতের ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে বাড়ি ফেরার পথে রায়েন্দা বাজারের ফলপট্টি সংলগ্ন রাস্তায় পেয়ে আসামীরা মারপিট করে তার হাত-পা ভেঙ্গে দেয়। এ ঘটনায় গত মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালতের নির্দেশে শরণখোলা থানায় মামলা দায়ের হয়। এছাড়া এ সংক্রান্ত পৃথক দুটি ঘটনায় জামায়াতের অপর আরো দুই নেতা বাদী হয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৬১ জনের নামে মামলা দায়ের হয়।