কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় শহরের ব্রাহ্ম মন্দির জেলা পূজা কমিটির কার্যালয়ের শ্রী বিভূতি সেন মিলনায়তনে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব জেলাব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশো যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে এতে পূজা উদযাপন সমন্বয়ক কমিটির আহবায়ক এডভোকেট দুলাল চক্রবর্ত্তী, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজউদ্দীন বাহারীসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা বক্তব্য রাখেন।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলায় এবার ৩২১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১৫১টি প্রতিমা পূজা এবং ১৭০টি ঘট পূজা।
এছাড়া আজ ৯ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ১৩ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে পাঁচদিনের এই মহোৎসব শেষ হবে বলে সভায় জানানো হয়।