মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পীরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রত্না আক্তারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। ক্লিনিকের সভাপতিসহ স্থানীয় শতাধিক লোকজনের স্বাক্ষরিত এ লিখিত অভিযোগটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর জমা করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, রত্না আক্তার নিয়মিত কমিউনিটি ক্লিনিকে আসেন না। তিনি রাতের বেলায় যখন তখন ক্লিনিক খোলা রাখেন। প্রশ্ন উঠলে তিনি স্থানীয়দের জানান, পারিবারিক সমস্যার কারণে তিনি রাতের বেলায় ক্লিনিকে আসেন। এ ছাড়া তিনি সেবা গ্রহীতাদের সাথে সব সময় অশালিন আচরন করেন। যার ফলে স্থানীয়রা এ কমিউনিটি ক্লিনিকের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। এলাকাবাসীর স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে রত্না আক্তারের বদলী চান তারা।
কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো: শাহ আলম বলেন, এ পর্যন্ত ক্লিনিকের কোন মিটিংয়ে আমাকে ডাকা হয়নি। এ ছাড়া ক্লিনিকের কোন সিদ্ধান্ত আমাকে অবগত করা হয়নি।
রত্না আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর নিন্দা জানাই।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আদনান আখতার জানান, এ অভিযোগের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।