রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) রাতে সদর উপজেলার বরাট ইউনিয়ন ও পাচুরিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, সদর উপজেলার বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন ও পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা। এর মধ্যে আসজাদ হোসেন আরজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় এজাহারের ১২০ নম্বর আসামি।
রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজীব মোল্লার করা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে আসজাদ হোসেন আরজু ও সন্দেহভাজন আসামি হিসেবে শেখ ফরিদ ও নুরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও বহু শিক্ষার্থীকে জখম করার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে গোলাম মাহবুব রাব্বানীকে (৪৬) গ্রেফতার করে করে পুলিশ। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি। তার স্ত্রী আফরোজা রাব্বানী সদ্য বিদায়ী গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান।