শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গোপসাগরে কর্মরত জেলেদের সতর্কবার্তা দিতে সুন্দরবনের দুবলার চরে স্থাপন করা হয়েছে ওয়্যারলেস সেট। ঘূর্ণীঝড় প্রস্তুতি কমিটির (সিপিপি) ব্যবস্থাপনায় গত ২ নভেম্বর এ ওয়্যারলেস সেট স্থাপন করা হয়। দুর্যোগে জেলেদের উদ্ধারে সেখানে ৬টি স্বেচ্ছাসেবক দলও গঠন করা হয়েছে।
ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী’র (সিপিপি) শরণখোলার জুনিয়র পরিচালক (ভারপ্রাপ্ত) আরাফাতুল ইসলাম বলেন, ঘূর্ণীঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় দুবলারচর অঞ্চলে ১০ সহাস্রাধিক শুঁটকিকরণ জেলে অবস্থান করে। জেলেরা ঘূর্ণীঝড়ের আগাম সতর্কবার্তা পেয়ে যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সে জন্য দুবলার অফিসকেল্লায় উচ্চক্ষমতা সম্পন্ন একটি ওয়্যারলেস সেট স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল সন্ধ্যা দুইবার এই ওয়্যারলেস সেট দিয়ে আবহাওয়া বার্তা গ্রহণ করে তা জেলেদের জানানো হবে। এ ছাড়া দুর্যোগের সময় জেলেদের উদ্ধারে দুবলার অফিসকেল্লায় ১টি, মাঝেরকেল্লায় ১টি, জামতলায় ১টি এবং আলোরকোলে ৩টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে ২০জন করে সদস্য রাখা হয়েছে। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদকে স্বেচ্ছাসেবক দল সমূহের প্রধান করা হয়েছে বলে সিপিপি’র জুনিয়র পরিচালক জানিয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচীর আওতায় দুবলারচরে ওয়্যারলেস সেট স্থাপন করায় জেলে মৎস্যজীবিদের অনেক উপকার হবে। দুবলায় সিপিপি’র ৬টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হলেও নারিকেলবাড়ীয়া ও শ্যালারচরে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়নি। ঐ দুই চরে ৪/৫ হাজার জেলে থাকায় সেখানেও স্বেচ্ছাসেবক দল গঠনের জন্য তিনি সিপিপি’র প্রতি আহবান জানিয়েছেন।