ঢাকা
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৭
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৪

সুন্দরবনের জন্য প্লাস্টিক দূষণ বড় হুমকি, বছরে দেড় লক্ষ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্থ

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: “প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি’’ এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবন রক্ষায় যুব ফোরাম গঠন বিষয়ক সভায় বক্তাদের অভিমত, সুন্দরবন রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। প্লাষ্টিক দূষণ সুন্দবনের জন্য বড় হুমকি হয়ে দাড়িয়েছে। পরিবেশবাদী সংস্থার তথ্যমতে, প্রতিবছর সুন্দবনের প্রায় দেড় লক্ষ হেক্টর বনভূমি দূষণের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ প্রজন্মের তরুণেরা এ সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুললে সুন্দরবনের পরিবেশ সংরক্ষিত থাকবে।

রবিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে সুন্দরবনে প্লাষ্টিক ও পলিথিন দূষণ বন্ধে করণীয় ও উপজেলা পর্যায়ে ‘যুব ফোরাম’ গঠন বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম ইকতিয়ার উদ্দিন। এ উপলক্ষ্যে আলোচনায় স্বাগত বক্তৃতা করেন রুপান্তরের বাগেরহাট জেলার প্রজেক্ট অফিসার খন্দকার জিলানী হোসেন, প্রজেক্ট অফিসার মো. গোলাম কিবরিয়া। এসময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি এইচ.এম মইনুল ইসলাম, সাংবাদিক গনেশ পাল প্রমুখ।

এ সময় বক্তারা আরো বলেন, সুন্দরবন আমাদের জাতীয় অর্থনীতির একটা স্তম্ভ। সুন্দরবন থেকে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪৬০ কোটি টাকা রাজস্ব আয় করে। যা স্থানীয় জনগণের জীবিকা এবং দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখে। সুন্দরবনের ৫৪টি নদী থেকে প্রতিদিন প্রায় ৫০টন পলিথিন ও প্লাষ্টিক জমা হয়ে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। তাই সুন্দরবন রক্ষায় বনবিভাগ, কোষ্টগার্ড, নৌবাহিনী, গণমাধ্যম, নৌ পুলিশ, টুরিস্টসহ তরুণদেরকে সচেতনাতায় আরো আন্তরিক হয়ে সুন্দরবন রক্ষায় একযোগে সকলে মিলে কাজ করতে হবে। সভা শেষে মোরেলগঞ্জ উপজেলায় মোসাদ্দেক বিল্লাহ তামিম ও কলি আক্তারকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram