এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় পার্বতীপুর রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, রেলওয়ের অপচয় বন্ধ করতে হবে, অতিরিক্ত রেলপথের দরকার নেই। যেখানে রেলপথের প্রয়োজন হবে সেখানে অবশ্যই করতে হবে, সড়কপথের উন্নয়ন যেখানে প্রয়োজন হবে সেখানে তা করা হবে। এছাড়াও যেখানে নৌপথ সচল রাখা দরকার, সেখানে তাই করা হবে। ব্যক্তি বিশেষের জন্য কোথাও কোন রেলস্টেশন করা হবে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জে কোন রেলপথের দরকার ছিল না। ব্যক্তি বিশেষের ইচ্ছায় সেখানকার রেলপথ তৈরি করা হয়েছিল। এখন সেখানে যাত্রী নাই, ট্রেনও নাই। এমনকি ১০হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফূলী টানেল নির্মাণ করা হলেও মানুষের কোন কাজে আসছে না। এ সময় তিনি রেলের জনবলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে সাংবদিকদের জানান।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের প্রেস বিফিং এর আগে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। পরে তিনি কনফারেন্স রুমে রেলওয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে ঘন্টাব্যপী মতবিনিময়ে অংশ নেয়। তারপর তিনি লোকোমোটিভ কারখানার শ্রমিকদের সাথে আলাদা বৈঠকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সফর সঙ্গী হিসেবে ছিলেন রেলওয়ের মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, যুগ্ম মহাপরিচালক আমিনুল ইসলাম, রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার মামুনুল ইসলাম, এজিএম আহম্মেদ মাহবুব চৌধুরী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রেলওয়ে পাকশি বিভাগের ডি আর এম শাহ সুফী-নুর মোহাম্মদ, কেলোকার প্রধান নির্বাহী মোহাম্মদ সাইফুল ইসলাম ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন।
সবশেষে তিনি জুলাই আন্দোলনে শহীদ মোঃ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত এবং সৈয়পুর রেলওয়ে কারখানা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।