ঢাকা
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৪

জনগণের জন্য একটি জবাবদিহিতা মূলক সরকার গঠন করতে চাই: তারেক রহমান

শাহাজাদা এমরান, কুমিল্লা: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে আমাদের ৩১ দফা পৌঁছে দিতে হবে। ৩১ দফা দিয়েই যে দেশের পরিবর্তন হয়ে যাবে এমন নয়, যে কেউ চাইলে আমাদেরকে নতুন কোন প্রস্তাবও করতে পারেন। আমাদের মূল লক্ষ্য আমাদের দেশকে নতুনভাবে গড়ে তোলা। আমি বলতে চাই, যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাহলে প্রতিটি সেক্টরে আমাদের জবাবদিহি থাকতে হবে। দেশের প্রতিটি সেক্টরের যদি জবাবদিহিতা থাকে তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে৷আমাদের প্রত্যাশা আগামীতে দেশের জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করা৷

তিনি আরো বলেন, বিএনপির উপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর এই মানুষের আস্থা ধরে রাখতে হলে আমাদের উঠা বসা, কাজ-কর্ম এবং কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের উপর আস্থা ধরে রাখতে পারে। সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ করতে হবে। আমাদের বহু নেতাকর্মী বিগত ১৫ বছরের গুম হয়েছে, খুন হয়েছে। আমার বাবাকে দেশের জন্য কাজ করায় শহীদ হতে হয়েছে কতিপয় ষড়যন্ত্রকারীদের হাতে। আমার ভাইকেও আমি হারিয়েছি। আমার মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীর এই কষ্ট সহ্য করতে হয়েছে গত ১৬ বছর ধরে।

বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, দেশকে যারা ধ্বংস করে দিয়েছে, সেই দেশকে আবার নতুন করে গড়তে হলে আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে দলের ষাট লক্ষ নেতাকর্মী গায়েবী মামলা ও অত্যাচারের শিকার হয়েছে, সেই দলের উপর এদেশের মানুষ আস্থা রাখতে চায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার।

এর আগে নেতাকর্মীদের সাথে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেন, আমরা কৃষকদের জন্য ফসল সংরক্ষণের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়াও, সারাদেশে আমরা ১ লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করবো, যাদের মধ্যে ৭০ থেকে ৮০ হাজার হবে নারী। যাতে নারীরা স্বাচ্ছন্দ্যের চিকিৎসা সেবা নিতে পারে। এছাড়াও আমরা চাই একটা শিশু যাতে প্রাইমারি লেবেল থেকেই দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত৷এই কারণে প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে শিক্ষা দিতে হবে। এছাড়াও বিগত স্বৈরাচারের আমলে যারা গুম হয়েছেন ও সরকার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন আগামীতে তাদের এলাকার যেকোন একটি স্থাপনা তাদের নামে নামকরণ করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। যদি নিরপেক্ষ নির্বাচন হয় অবধারিত বিএনপি ক্ষমতায় আসবে। পতিত সরকারের কিছু লোক ভারতে আশ্রয় নিয়েছে। তারা চেষ্টা করবে দেশে অশান্তির সৃষ্টি করার জন্য। দেশের মানুষ এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে প্রস্তুত। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি জনগণের সাথে আছে। ৩১ দফা আমরা জনগণের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই।

কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লা ফান টাউনে অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্ধোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ খন্দকার মোশাররফ হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram