ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৫
logo
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৪

কাস্টিং কাউচ: মুখ খুললেন ঐশ্বরিয়া

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া সুস্মিতা। কয়েক বছর আগে রুপালি জগতে অভিষেক হয়েছে তার। তার অভিনীত ‘ব্যাড কপ’ ওয়েব সিরিজটি গত ২১ জুন ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছে। এটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

অভিনয় ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও কাস্টিং কাউচের শিকার হয়েছেন ঐশ্বরিয়া। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

অভিনয়ে নাম লেখানোর আগের অভিজ্ঞতা জানিয়ে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, “আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন এমন অনেক কিছু শুনেছি। বিভিন্ন মানুষ বিভিন্ন গল্প শুনিয়েছেন। আমি তখন মডেল ছিলাম, অভিনয়ে নাম লেখাইনি। অবশ্যই এসব বিষয় আমার ওপরে প্রভাব ফেলেছিল। মানুষ বলতেন, ‘আপনি তাদের সঙ্গে না ঘুমালে কাজের সুযোগ পাবেন না এবং এটিই একমাত্র উপায়।”

অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নিয়মিত অডিশন দিতেন ঐশ্বরিয়া। কু-প্রস্তাবের বিষয়গুলো নিয়ে ভয়ও পেতেন। এসব তথ্য উল্লেখ করে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, “একটি ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা আমাকে বলেছিলেন, ‘তুমি দেখতে সুন্দর। কিন্তু তোমাকে মানুষের সঙ্গে দেখা করতে হবে।’ তখন আমার বয়স ২০ বছর, এসব বিষয় শুনে আমি ভয় পেতাম। কিন্তু আমি কখনো মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে আপস করতে চাইনি। আমি আমার যাত্রা শুরু করতে চেয়েছিলাম। আমি আত্মবিশ্বাসী ছিলাম এবং আমার মন যা বলেছে তাই অনুসরণ করেছি।”

শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, করপোরেটেও এমন ঘটনা ঘটে। তা জানিয়ে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, ‘এই পথ অবলম্বন করলে আপনাকে কোথাও না কোথাও নিয়ে যাবে। কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য এটিই একমাত্র উপায় না। যখন কোনো পরিচালক ও কাস্টিং পরিচালক অসময়ে কল করে, তখন আমি এই অভিজ্ঞতার কথা মনে করি। এরকম আপনি তাদের উদ্দেশ্য উপলদ্ধি করতে পারবেন। মনে রাখবেন, আপনাকে কেউ জোর করবে না। এটা সবসময়ই আপনার পছন্দের ব্যাপার। এটা কেবল আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে না, অন্য সব ইন্ডাস্ট্রিতেও হয়। এমনকি করপোরেট সেক্টরেও রয়েছে।’

‘দিল্লি যাওয়ার পর অসংখ্য মানুষ আমার কাছে জানতে চেয়েছেন, আপনি কি আপস করেছেন? আমি তাদের বলেছি, এখনো সেখানে এ ধরনের মানুষ আছে। কিন্তু আপনাকে তাদের অতিক্রম করতে হবে।’ বলেন ঐশ্বরিয়া সুস্মিতা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram