ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা রবি তেজা। তার অভিনীত নতুন সিনেমা ‘মিস্টার বচ্চন’। তেলেগু ভাষার এ সিনেমা নির্মাণ করেছেন হরিশ শঙ্কর। গত ১৫ আগস্ট বিশ্বের ১ হাজার পর্দায় মুক্তি পায় এটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন ‘গব্বার সিং’খ্যাত এই নির্মাতা। এ পরিস্থিতিতে নিজের পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটির পরিচালক হরিশ।
পিঙ্কভিলার তথ্য অনুসারে, মুক্তির কয়েক দিনের মধ্যে বক্স অফিসে করুণ অবস্থা দেখা দেয় ‘মিস্টার বচ্চন’ সিনেমার। কম আয় সিনেমাটির প্রযোজকদের উপরে প্রভাব ফেলেছে। ফলে সিনেমাটির জন্য নেওয়া পারিশ্রমিক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক হরিশ শঙ্কর। এ নির্মাতা ১৫ কোটি রুপি (২১ কোটি ৩৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছিলেন। পুরো অর্থই ফেরত দেবেন তিনি। পাশাপাশি একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নতুন আরেকটি সিনেমা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন হরিশ।
৮০ কোটি রুপি বাজেটের ‘মিস্টার বচ্চন’ সিনেমা প্রযোজনা করেছেন টি. জি. বিশ্ব প্রসাদ। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ৬ দিনে শুধু ভারতে ‘মিস্টার বচ্চন’ আয় করেছে ১০. ৬ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকার বেশি)।
‘মিস্টার বচ্চন’ সিনেমায় একজন সৎ ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রবি তেজা। তা ছাড়াও অভিনয় করেছেন— জগপতি বাবু, ভাগ্যশ্রী, অন্নপূর্ণা, সত্য প্রমুখ।