ঢাকা
১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৪

ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্তার অভিযোগ: পদত্যাগের পর মুখ খুললেন মোহনলাল

মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির যৌন হয়রানি নিয়ে হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় চলছে ভারতে। মালায়ালাম সিনেমার অভিনেতা সিদ্দিকি, পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনসহ একাধিক খ্যাতিমান তারকার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

কয়েক দিন আগে অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টের (এএমএমএ) প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন ভারতের মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল। এরপর বেশ কয়েক দিন কেটে গেলেও নীরব ছিলেন তিনি। অবশেষে নীরবতা ভাঙলেন ‘দৃশ্যম’খ্যাত এই অভিনেতা।

কেরালা ক্রিকেট লীগে অতিথি হিসেবে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন মোহনলাল। এ অভিনেতা বলেন, ‘আমি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো পাওয়ার গ্রুপের অংশ নই। আমি এ ধরনের কোনো গোষ্ঠীর বিষয়ে সচেতনই নই। অন্যায়কারীদের বিরুদ্ধে প্রমাণ থাকলে তাদের শাস্তি হওয়া উচিত।’

অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিটির রিপোর্ট প্রকাশের আহ্বান জানিয়ে মোহনলাল বলেন, ‘অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিরও হেমা কমিটির রিপোর্ট প্রকাশ করা উচিত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি একটি উল্লেখযোগ্য মুহূর্ত হোক। আর তা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে শুরু হোক। আমাদের এই শিল্পকে পুনর্গঠন করা প্রয়োজন। এই শিল্পের অভিনেতারা খুব দ্রুত উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে পড়ে। যখন এরকম কিছু ঘটে, তখন তারা এর দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়।’

আবারো অপরাধীদের বিচার দাবি করে মোহনলাল বলেন, ‘অপরাধীদের শাস্তি পেতেই হবে। রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে দিন। অনুগ্রহ করে চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করবেন না।’

এর আগে ইন্ডিয়া টুডে জানায়, গত ১৯ আগস্ট হেমা কমিটি রিপোর্ট প্রকাশের পর কয়েকজন পরিচালক, অভিনেতা, টেকনিশিয়ানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আসে। এ তালিকায় মালায়ালাম ফিল্ম অ্যাসোসিয়েশনের কমিটির কয়েকজন সদস্যরও নাম রয়েছে। এরপর ২৭ আগস্ট পদত্যাগের সিদ্ধান্ত নেন সংগঠনটির প্রেসিডেন্ট মোহনলাল। শুধু তাই নয়, পুরো কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট (এএমএমএ) একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ‘আশা করছি, এএমএমএ নতুন নেতৃত্ব পাবে, যা সমিতিকে পুনর্নবীকরণ এবং শক্তিশালী করতে সক্ষম হবে। সমালোচনা ও সংশোধন করার জন্য সবাইকে ধন্যবাদ।’

আগামী দুই মাসের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য সভা ডাকা হবে। এ বিষয়ে প্রত্যেক সদস্যকে অবগত করা হবে বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে।

হেমা কমিটি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া যৌন হেনস্তা, কাস্টিং কাউচ, বেতন বৈষম্য, শোষণের তথ্য প্রকাশ করে। এতে সিনিয়র অভিনেতা ও নির্মাতাদের যৌন হেনস্তার বিষয়টিও প্রকাশ করা হয়।

অভিনেতা সিদ্দিকি এএমএমএ-এর সাধারণ সম্পাদক ছিলেন। এক অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করার পর এ পদ থেকে ইস্তফা দেন তিনি। তা ছাড়াও পরিচালক রঞ্জিত, থুলসিদাস, অভিনেতা জয়সুরিয়া, মুকেশ, মানিয়ানপিলা রাজু, এদাভেলা বাবু এবং সুরজ ভেঞ্জারামুডুর বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram