ঢালিউডের ‘বুনো সুন্দরী’ হিসেবে পরিচিত চিত্রনায়িকা পপির আজ জন্মদিন। এই চিত্রনায়িকাকে বাণিজ্যিক এবং সাহিত্যনির্ভর সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। পপির মূল নাম সাদিকা পারভীন পপি। জন্ম ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর। খুলনায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা পপি শোবিজ অঙ্গনে পা রাখেন ১৯৯৫ সালে 'লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। সিনেমায় কাজ শুরু করেন ১৯৯৭ সাল থেকে। পপি অভিনীত প্রথম সিনেমা 'আমার ঘর আমার বেহেস্ত'। তবে তার অভিনিত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কুলি’। বক্স অফিসে সিনেমাটি ব্লকবাস্টার হয়।
সোহানুর রহমান সোহান, মনতাজুর রহমান আকবর, দিলীপ সোম, কমল সরকার, বাদল খন্দকার, নার্গিস আক্তার, সামিয়া জামানসহ অনেক গুণী নির্মাতার পরিচালিত সিনেমাতে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে নায়ক হিসেবে দেখা গেছে মান্না, ইলিয়াস কাঞ্চন, রুবেল, বাপ্পারাজ, ওমর সানী, অমিত হাসান, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান ও শাকিব খানকে।
শাকিল খানের সঙ্গে পপি জুটি ঢালিউডে অনেক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি। এ ছাড়া রুবেল ও ফেরদৌসের বিপরীতে কাজ করেও জনপ্রিয়তা পেয়েছেন এই নায়িকা।
পপির ঝুলিতে রয়েছে বাচসাস এবং জাতীয় পুরস্কার। এই অভিনেত্রী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। পপি অভিনীত জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি কারাগার (২০০৩), মেঘের কোলে রোদ (২০০৮) এবং গঙ্গাযাত্রা(২০০৯)। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনে দেখা গেছে পপিকে।