সমালোচনা যেন পিছু ছাড়ছে না চিত্রনায়িকা জাহারা মিতুর। গেল ক’দিন আগে খবর রটে, নায়িকার স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমন আলোচনার মাঝেই যোগ হয় নতুন আরও একটি বির্তক। কথা রটে- নায়িকার ভালোবাসায় মগ্ন দুই ক্রিকেটার। আর এ নিয়ে নিজেদের মধ্যে শুরু হয়েছে তুমুল দ্বন্দ্বও।
যদিও ইতিমধ্যেই ‘ঘুম পাড়ানো’র বিষয়টি নিয়ে কথা বলেছেন জাহারা মিতু। জানিয়েছেন, এসব মিথ্যা ও বানোয়াট খবর।
নায়িকার কথায়, ‘মন্ত্রিপাড়ায় আমি ঢুকেছি অথচ একটা রেকর্ডও নেই- এটা কিভাবে সম্ভব। যেকোনো মন্ত্রীর সঙ্গে দেখা করেছি, নিশ্চয়ই একটা রেকর্ড থাকবে কোথাও না কোথাও, কোনো সিসি ফুটেজ। কই সেগুলো? এগুলোর বাদ দেন, আমার বাসা থেকে আমি কখন বের হয়েছি সেই রেকর্ড তো আছে। এখন আমি মন্ত্রিপাড়া বা অন্য কোথাও গিয়ে কারো সঙ্গে সময় কাটিয়েছি, যাওয়া-আসায় মিনিমাম ৫-৬ ঘন্টার একটা ব্যবধান থাকবে। আমার বাসার ভিডিও ফুটেজ থেকেই আপনারা সেটার প্রমাণ দেখান।’
তিনি আরও বলেন, ‘আমার জীবনা খুব পরিচ্ছন্ন। আর আমার বাবা নেই। যেসব মেয়েরা বাবাহীন, তাদের দিকে অনেকেই আঙ্গুল তুলতে পারে। আমি খুব সাবধানে চলাফেরা করি। আমার বাসার দারোয়ান বা ড্রাইভারকেও বাসার ভেরতে ঢুকতে দেওয়া হয় না। যাতে কখনও কেউ বাজে কথা বলতে না পারে। সব মিলিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমার বাসার ফুটেজ দেখে কেউ আমার দিকে আঙ্গুল তোলার সাহস পাবেন না। আমি আমার জীবনটাকে সেভাবেই পরিচ্ছন্ন রেখেছি।’
দুই ক্রিকেটারের দ্বন্দ্ব প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘ওবায়দুল কাদেরের সঙ্গে আমাকে দেখেছে বলেই এমন বাজে ও মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে। আমি স্বীকার করি, ওবায়দুল কাদেরের আমার বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। উনার সঙ্গে আমার পরিচয় ছিল বলেই তো উনি আমার অনুষ্ঠানে এসেছেন। কিন্তু এবার যে দুই ক্রিকেটারের সঙ্গে জড়িয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে, তাদের সঙ্গে কি আমাকে কেউ কখনও দেখেছেন বা তাদের জড়িয়ে আগে কোনো সংবাদ কি কোথাও হয়েছে। আসলে এই খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন, আমার সম্মান ক্ষুণ্ন করা ছাড়া আর কিছুই না।’
সবশেষে এই চিত্রনায়িকা বলেন, ‘যে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, আমি চাইলে তার নামটি প্রকাশ্যে আনতে পারতাম। কিন্তু তার ছোট্ট মেয়ের মুখের দিকে তাকিয়ে নামটি প্রকাশ্যে আনিনি। সে নিজেই একদিন অনুতপ্ত হবে। আর একদিন কোনো না কোনো ভাবে আসল সত্য ঠিকই বেরিয়ে আসবে। সেই দিনের অপেক্ষায় আছি।’
উল্লেখ্য, বিগত সরকার পতনের পর গুঞ্জন রটে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সম্পর্ক ছিল চিত্রনায়িকা জাহারা মিতুর। তিনি প্রায়ই মন্ত্রিপাড়ায় গিয়ে আওয়ামী লীগের এই নেতার সঙ্গে একান্তে সময় কাটাতেন। এর মাঝেই নতুন গুঞ্জন- মিতুকে নিয়ে মনোমালিন্য চলছে দেশের জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের মধ্যে। কারণ হিসেবে চাউর হয়েছে দুজনের সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা।