ঢাকা
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪

প্রথম সিনেমা করেই যা বললেন আমিরপুত্র জুনায়েদ

বলিউড অভিনেতা পারফেক্টশনিস্টখ্যাত আমির খানের ছেলে জুনায়েদ খান সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়ার ছবি 'মহারাজ' দিয়ে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি আমির খানের ছেলে না হলে কখনই মহারাজে কাজ করার সুযোগ পেতেন না। এমনকি কেন লাল সিং চাড্ডায় তাকে নেওয়া হয়নি, সে কথাও জানালেন এ অভিনেতা।

জুনায়েদ খান বলেন, মহারাজের আগে আমি কিছু অডিশন দিয়েছিলাম। যেগুলো সেই সময় হয়নি। বাবা আমির খানের 'লাল সিং চাড্ডা'র জন্য অডিশন দেওয়ার কথা জানালেন তিনি বলেন, কখনো কিছু রোল আপনি পান, কখনো পান না।

জুনায়েদ বলেন, যাই হোক বলতে সমস্যা নেই—আমার কাজ বাবার পছন্দও হয়। কিন্তু লাল সিং চাড্ডার বাজেট এমন ছিল যে, আপনি কোনো নতুন অভিনেতাকে প্রধান চরিত্রে কাস্ট করবেন না। তাই ওই ছবির জন্য আমাকে সিলেক্ট করা হয়নি। অকপটে সত্যিটা বলে ফেললেন আমিরপুত্র— তবে আমি এটাও স্বীকার করব যে, আমির খানের ছেলে না হলে হয়তো মহারাজ পেতাম না।

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এবং ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মহারাজ ১৮৬২ সালের মহারাজ লিবেল কেস নিয়ে তৈরি হয়েছে। যেখানে জয়দীপ আহলাওয়াত ও শালিনী পান্ডের পাশাপাশি জুনায়েদ খান অভিনয় করেছেন।

সাংবাদিক তথা সমাজ সংস্কারক করসনদাস মুলজি বল্লভাচার্য গোষ্ঠীর প্রধান, ধর্মগুরু যদুনাথ ব্রিজরতন মহারাজ ও তার শিষ্যদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। ১৮৬২ সালে বম্বে হাইকোর্টে মহারাজ লিবেল মামলাটি ওঠে। মুলজির নির্ভীক সাংবাদিকতা, তদন্তমূলক রিপোর্ট, শুধু অপরাধচক্রেরই পর্দা ফাঁস করেনি, সমাজে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংবাদমাধ্যমের গুরুত্বও ফুটিয়ে তুলেছিল। তবে এরপর অজস্র মানহানির মামলা হয় মুলজির উপরে। বড় আর্থিক ক্ষতির মুখেও পড়েন তিনি।

করসনদাস মুলজির চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ খান। অন্যদিকে ধর্মগুরু যদুনাথ ব্রিজরতন মহারাজের চরিত্রে দেখা গেছে জয়দীপ আলাওয়াতকে। সিনেমাটি জুন মাস থেকেই দেখতে পাওয়া যাচ্ছে নেটফ্লিক্সে। সেভাবে সাফল্য না পেলেও প্রশংসিত হয়েছে দুজনের কাজই।

উল্লেখ্য, অদ্বৈত চন্দনের পরিচালনায় শ্রীদেবীকন্যা খুশি কাপুরের সঙ্গে জুনায়েদ খান তার পরবর্তী প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রোমান্টিক কমেডি হিসাবে চিহ্নিত এই ছবিটি হিট তামিল ছবি লাভ টুডের রিমেক। খুশি এর আগে একটি মাত্র সিনেমা করেছেন, তা হলো জোয়া আখতারের দ্য আর্চিজ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram