ঢাকা
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৪

মরুর দেশে কেন উড়ে গেলেন ভারতীয় তারকারা?

গত কয়েক দিন ধরে দেশ ছাড়ছেন ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। এরই মধ্যে একঝাঁক তারকা সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন। গতকাল সকালে দুবাইয়ের উদ্দেশ্যে ভারত ছাড়েন বলিউড বাদশা শাহরুখ খান। মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় তাকে।

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দারুণ ব্যস্ত সময় পার করছেন। প্যারিস ফ্যাশন উইক থেকে ফিরেই মেয়ে আরাধ্যকে নিয়ে আজ দুবাইয়ের উদ্দেশ্যে ভারত ছাড়েন এ অভিনেত্রী। তা ছাড়াও রেখা, করন জোহর, মল্লিকা শেরাওয়াত, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, কৃতি স্যানন, ববি দেওলসহ একঝাঁক তারকা পাড়ি জমিয়েছেন মরুর দেশে। কিন্তু সবাই কেন দুবাই উড়ে গেলেন?

ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তৃতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস ২০২৪’ (আইফা)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুবাইয়ের ইয়াস দ্বীপে শুরু হয়েছে অনুষ্ঠানটি। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। বলিউড ছাড়াও এতে যোগ দিয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (তেলেগু, মালায়ালাম, কন্নড়) তারকারা।

আইফা অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা-পরিচালক আন্দ্রে টিমিনস বলেন, ‘এ অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে পারফর্ম করবেন রেখা। ১৫০ জন নৃত্যশিল্পীর সঙ্গে ২২ মিনিট পারফর্ম করবেন তিনি। এজন্য দিন-রাত পরিশ্রম করছেন তিনি। তার পোশাক ডিজাইন করেছেন মনীষ মালহোত্রা। তা ছাড়াও ভিকি কৌশল, ববি দেওল, অনিল কাপুর, কৃতি স্যানন, শহিদ কাপুর এ মঞ্চে পারফর্ম করবেন।’

আইফা অ্যাওয়ার্ডসের ২৫তম আসর বসবে ভারতের জয়পুরে। ২০২৫ সালের ৭-৯ মার্চ অনুষ্ঠিত হবে এটি। আইফা অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা-পরিচালক আন্দ্রে টিমিনস বলেছেন, ‘২৫তম আসরে খানত্রয়ীকে (সালমান খান, শাহরুখ খান এবং আমির খান) একত্রিত করার পরিকল্পনা করেছি।’

২০০০ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আইফা অ্যাওয়ার্ডস। এটি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। এরপর জোহানেসবার্গ, সিঙ্গাপুর, আমস্টারডাম, দুবাই, ইয়র্কশায়ার, থাইল্যান্ড, ম্যাকাও, টরন্টো, ব্যাংককের মতো জায়গায় অনুষ্ঠিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram