ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী প্রকাশ রাজ। শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছেন এই গুণী অভিনেতা। অভিনয় ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। তবে খল চরিত্রে অভিনয় করে ঢের খ্যাতি কুড়িয়েছেন এই ভার্সেটাইল অভিনেতা।
২০০৪ সালে ৫ বছর বয়সি পুত্র সিদ্ধার্থকে হারান প্রকাশ রাজ। পুত্রের মৃত্যুর পর ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। কয়েক দিন আগে রাইজিং সামিটে যোগ দিয়ে এ বিষয়ে কথা বলেন ‘ডুয়েট’খ্যাত অভিনেতা প্রকাশ রাজ।
বেদনাকে ব্যক্তিগত বলে মন্তব্য করেন প্রকাশ রাজ। তার ভাষায়— ‘বেদনা খুবই ব্যক্তিগত। সেটা আমার বন্ধু গৌরির জন্য হোক কিং বা পুত্র সিদ্ধার্থের জন্যেই হোক। কিন্তু আমি স্বার্থপর হতে পারি না। আমার কন্যা আছে, আমার পরিবার আছে, আমার পেশাগত দিক আছে, আমার ভক্ত-অনুরাগী আছে। একজন মানুষ হিসেবে আমার জীবন আছে এবং আমি এ দায় এড়াতে পারব না।’
ব্যথা নয়, আনন্দ ভাগ করে নিতে চান প্রকাশ রাজ। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যথার চেয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। কারণ এটি ব্যক্তিগত ব্যথাকে কমিয়ে দেয়। আমি এটি নিয়ে চিন্তা করতে চাই না। কিছু ক্ষত অনেক গভীর হয় এবং আপনাকে তা নিয়েই বাঁচতে হবে।’
জীবনে মৃত্যু অবধারিত। সুতরাং বেঁচে থাকার কারণ খুঁজে বের করার পরামর্শ দিয়ে প্রকাশ রাজ বলেন, ‘আমি মানুষ। এটি আমাকে আহত করে, এটি আমাকে বিরক্ত করে, এটি আমাকে অসহায় বোধ করায়। তারপরও বেঁচে থাকার কারণ খুঁজে বের করি। মৃত্যু সবসময়ই থাকবে।’
১৯৯৪ সালে ললিতা কুমারীকে বিয়ে করেন প্রকাশ রাজ। এ সংসার আলো করে জন্ম নেয় দুই কন্যা মেঘনা, পূজা ও পুত্র সিদ্ধার্থ। ২০০৪ সালে ঘুড়ি উড়ানোর সময়ে পড়ে গিয়ে আঘাত পায় সিদ্ধার্থ, পরে মারা যায় সে। ২০০৯ সালে ভেঙে যায় ললিতা-প্রকাশের সংসার।
২০১০ সালের ২৪ আগস্ট পনি বার্মাকে বিয়ে করেন প্রকাশ রাজ। এ সংসারে বেদান্ত নামে একটি পুত্র সন্তান রয়েছে। তার বয়স এখন প্রায় ৯ বছর।