দীর্ঘদিন প্রেমের পর গাঁটছড়া বাঁধেন বলিউড-হলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া ও ব্যান্ড সংগীতশিল্পী নিক জোনাস। এরই মধ্যে পেরিয়ে গেছে বিয়ের বছর চার বছর।
২০২২ সালের ১৫ জানুয়ারি নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়ার জীবনে আসে মালতী সারোগেসির মাধ্যমে মা হন এ অভিনেত্রী। সেই সময় প্রায় ১০০ দিন এক কঠিন লড়াই লড়তে হয় মালতীকে। তিন মাসের বেশি সময় এনআইসিইউতে (নিও ন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখতে হয় সদ্যোজাতকে। তবে এখন সম্পূর্ণ সুস্থ সে। দুবছর পূর্ণ হয়েছে তার।
রামমন্দির দর্শন হোক কিংবা বাবা নিকের কোনো গানের অনুষ্ঠান কিংবা একসঙ্গে ছুটি কাটানো— প্রতিটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে মালতীকে দেখা যায়। প্রিয়াংকাই ভাগ করে নেন সেসব ছবি। এমনকি শুটিংয়েও মেয়েকে সঙ্গে করে নিয়ে যান সাবেক এ বিশ্বসুন্দরী। বাবা বিদেশি আর মা ভারতীয়। তবু মালতীয় মধ্যে ভারতীয়দের বিভিন্ন গুণ সঞ্চারিত হয়েছে। মেয়ে যে একেবারে খাঁটি ভারতীয় এবার সেই প্রমাণ দিলেন প্রিয়াংকা চোপড়া।
এ তারকা দম্পতি মালতীকে জন্মের পর এক বছর ক্যামেরার সামনে আনেননি। তবে এখন আর সেই ধারা নেই। প্রায় নিয়মিত মেয়ের সঙ্গে নানা খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করছেন প্রিয়াংকা।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এ অভিনেত্রী। সেখানেই তাক লাগিয়ে দিল প্রিয়াংকার মেয়ে। এর আগেও একবার মেয়ে মালতীকে নিয়ে এসেছিলেন দেশে, তখনই প্রিয়াংকা জানান বিদেশি খাবার নয়; বরং ভারতীয়দের মসলাদার খাবার খেতেই পছন্দ করে মালতী। এবার তো একেবারে হিন্দিতে কথা বলেছে ছোট মালতী। সম্প্রতি অভিনেত্রী একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে নিক জানতে চাইছেন মালতী কেমন আছে। উত্তরে ছোট্ট মেয়ে স্পষ্ট হিন্দিতে বলে— ঠিক হুঁ আমি ভালো আছি।