ঢাকা
৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:২০
logo
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৪

পরীমণির বাজিমাত

বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সঙ্গে। এমনই গল্পে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’ সিনেমাটি।

অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’র ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে।

বহুল প্রতীক্ষিত পরীমণির সেই ‘রঙিলা কিতাব’র ট্রেলার অবশেষে প্রকাশ্যে এসেছে। এর মধ্যদিয়ে ওটিটিতে অভিষেক ঘটেছে পরীর। আর প্রথম ঝলক দিয়েই সকলের মন জয় করে নিয়েছেন এই চিত্রনায়িকা। গতকাল মঙ্গলবার জমকালো আয়োজনের মধ্যেদিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মুক্তি দেওয়া হয় সিরিজটির প্রথম ঝলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, অভিনেত্রী পরীমণি, মনোজ প্রামাণিক, গায়ক ইমরান মাহমুদুলসহ সিরিজের অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

অনুষ্ঠানে হাজির হয়ে নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।’

শুরু থেকেই কাজটি নিয়ে এক্সাইটেড ছিলেন পরীমণি। মঞ্চে উঠেই তিনি বলেন, ‘রঙিলা কিতাব আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজ (গতকাল) ট্রেলার মুক্তি পেলো, এখন ফিডব্যাকের অপেক্ষা। আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে আমাদের সিরিজটি।’

ওটিটি প্লাটফর্ম হইচই’র পক্ষ থেকে বলা হয়, এই সিরিজে সবার প্রচেষ্টা ছিল এক বিশেষ বার্তা তুলে ধরার। দর্শকরা গল্পের সঙ্গে যুক্ত হতে পারবে। আর আগামী ৮ নভেম্বর আসছে ‘রঙিলা কিতাব’।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram