বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন তারা। গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। মা হওয়ার পর থেকেই মেয়েকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপিকা-রণবীর। বিভিন্ন অনুষ্ঠানে অভিনেতাকে দেখা গেলেও আগের মতো দেখা যায় না দীপিকাকে।
এমনকি এতদিন মেয়ের ছবি ও নাম প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। এদিকে দীপিকা মা হওয়ার পর থেকেই প্রিয় তারকার সন্তানের মুখ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। অবশেষে শেষ হলো ভক্তদের অপেক্ষার পালা।
শুক্রবার (১ নভেম্বর) দীপাবলিতে প্রকাশ্যে এলো দীপিকা-রণবীরের মেয়ের প্রথম ছবি ও নাম। তবে মুখের নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের পায়ের ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি। মেয়ের নাম রেখেছেন ‘দুয়া পাড়ুকোন সিং’।
ওই ছবিতে দেখা যায়, লাল কাপড়ের ওপর শুয়ে রয়েছে জরির কাজ করা পাজামা পরা দুটি পা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীপিকা ও রণবীর।’
এই পোস্ট করার পর থেকেই নেটিজেনদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা। মেয়ে হওয়ার পরে আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন দীপিকা ও রণবীর। শোনা যাচ্ছে, মেয়ের জন্য কোনো সহকারী রাখেননি অভিনেত্রী। নিজের হাতেই নাকি মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা।