বলিউড অভিনেতা শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেয়ার জন্য এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আইনজীবীকে ভারতের ছত্তিশগড়ের রায়পুরে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত আইনজীবীর নাম মোহাম্মদ ফায়জান খান (৫৯)। মূলত, হুমকি দেয়ার পাশাপাশি ৫০ লাখ রুপি চেয়েছিলেন তিনি। তাকে থানায় হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিলো। তবে, সেই আদেশ অমান্য করেছেন তিনি। ফলে মুম্বাই পুলিশের সামনে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, ফয়জান বলেছিলেন যেই ফোন হুমকিমূলক কল করার জন্য ব্যবহৃত হয়েছিলো, সেটি চুরি হয়ে গিয়েছে। এ বিষয়ে, গত ২ নভেম্বর একটি মামলাও করেছিলেন তিনি।
পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় সংবিধান (বিএনএস) ধারা ৩০৮ এর ৪ নম্বর ধারা (মৃত্যুর হুমকি বা গুরুতর আঘাতের হুমকি ও চাঁদাবাজি) এবং ৩৫১’এর ৩ ও ৪ নম্বর ধারা (অপরাধমূলক হুমকি)-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। মূলত, অভিযুক্ত আইনজীবীর নামে নিবন্ধিত ফোন নাম্বার থেকে শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেয়ার ভিত্তিতে এসব মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, গত বছরের অক্টোবরে মৃত্যুর হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। তখন ‘পাঠান’ ও ‘জওয়ান’- দুটি সিনেমার সাফল্যের পরপরই এই হুমকি দেয় অভিযুক্ত আইনজীবী।