ঢাকা
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৪
logo
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৪

‘পুষ্পা টু’ সিনেমার ট্রেইলার প্রকাশ, আল্লুর সংলাপে মুগ্ধ ভক্তরা

সুকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। পূর্বের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তার আগে মুক্তি পেল সিনেমাটির ট্রেইলার। গতকাল টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

‘পুষ্পা টু’ সিনেমার ট্রেইলারজুড়ে রয়েছে মারকাটারি অ্যাকশন, রোমান্সের ঝলক আর কিছু জোরালো সংলাপ। নিজের প্রাপ্য বুঝে নিতে এক ইঞ্চি ছাড়তে নারাজ পুষ্পারাজ। তাকে বলতে শোনা যায়, ‘স্ত্রী শ্রীবল্লির কথা শুনে চলে সে’। অথচ শক্রুর সামনে অকুতোভয় পুষ্পারাজ।

লাল চন্দনকাঠের চোরাচালান করেই প্রতিপত্তি পুষ্পারাজের। ট্রেইলারজুড়ে পুষ্পারাজের বেশ কিছু সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে। যেমন— ‘আপনি কি ভেবেছেন আমি ফুলের মতো ছিলাম? আমি আগুন। কেবল আগুন নই, আমি দাবানল।’ পুষ্পারাজের অঙ্গীকার— ‘শ্রীবল্লি আমার বাইকো (স্ত্রী), যখন একটা পুরুষ তার বউয়ের কথায় চলে তখন কী হয়, সেটা গোটা পৃথিবীকে দেখাবে পুষ্পারাজ।’ আল্লু অর্জুনের মুখে এসব সংলাপ শুনে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ট্রেইলারে তার উপস্থিতি দাগ কেটেছে দর্শক মনে।

প্রথমটির চেয়ে ‘পুষ্পা টু’ সিনেমা আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও রয়েছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ৪০০-৫০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram