ভারতের দক্ষিণী চলচ্চিত্র দেখেন আর ‘স্টাইলিশ’ হিরো আল্লু অর্জুনের ভক্ত নন এমন মানুষ খোঁজে পাওয়া মুশকিল! বিশেষ করে ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর তার তারকা খ্যাতি বহু গুণে বেড়ে গেছে। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা টু’ সিনেমা। গত পরশু দিন সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই অভিনেতা।
আল্লু অর্জুন অ্যানিমেটর ও ডিজাইনার হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছিলেন। তখন তার মাসিক বেতন ছিল সাড়ে ৩ হাজার রুপি। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অভিনয় গুণে যেমন যশ-খ্যাতি কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন এই তারকা। কিন্তু আল্লু অর্জুন ঠিক কত টাকার মালিক?
হার জিন্দেগি ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে যৌথভাবে একটি হেলথকেয়ার প্রতিষ্ঠা করেছেন আল্লু অর্জুন। সেখানে তার একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। এ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। বাড়িটির মূল্য ১০০ কোটি রুপি। মুম্বাইয়ে রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেছেন তিনি। ২০১৫ সালে সেখানে দুই বেড রুমের একটি ফ্ল্যাটও কিনেন। তা ছাড়াও আল্লু অর্জুনের রয়েছে বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল ভ্যানিটি ভ্যান, ব্যক্তিগত জেট। তার মোট সম্পদের পরিমাণ ৪৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৫১ কোটি ৩৮ লাখ টাকার বেশি)।
ট্র্যাক টলিউডের তথ্য অনুসারে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা টু’ সিনেমার জন্য ৩০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।
একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, “আল্লু স্টুডিও’ নামে আল্লু অর্জুনের একটি প্রোডাকশন হাউজ রয়েছে। এটা থেকে এ অভিনেতার মোটা অঙ্কের অর্থ আয় হয়। গত বছর মাল্টিপ্লেক্স চালু করেছেন এই অভিনেতা।
আল্লু অর্জুন অনেক অর্থের মালিক হলেও, এ আয় শুধু সিনেমা থেকে হয়নি। বিজ্ঞাপন থেকেও বেশ টাকা আয় করেছেন তিনি। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, অনেক বিজ্ঞাপনের মডেল হয়েছেন আল্লু অর্জুন। প্রতিটি বিজ্ঞাপনের জন্য ৬-৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।
শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রাখেন আল্লু অর্জুন। ১৯৮৫ ও ১৯৮৬ সালে দক্ষিণের দুটো সিনেমায় দেখা যায় তাকে। পরবর্তীতে অ্যানিমেটর ও ডিজাইনার হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন। ২০০১ সালে তেলেগু ভাষার ‘ড্যাডি’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেন। ২০০৩ সালে তেলেগু ভাষার ‘গঙ্গোত্রী’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। মূলত, এটিকে আল্লু অর্জুনের অভিষেক চলচ্চিত্র ধরা হয়। এটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।
২০০৪ সালে তেলেগু ভাষার ‘আরিয়া’ সিনেমায় অভিনয় করেন আল্লু অর্জুন। এ সিনেমা মুক্তির পর বেশ প্রশংসা কুড়ান এই অভিনেতা। ৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৩০ কোটি রুপি। পরের বছরই ‘বানি’ সিনেমায় অভিনয় করেন আল্লু অর্জুন। তবে এটি তেমন সাড়া ফেলেনি।
‘গঙ্গোত্রী’ সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছিল ঠিকই, কিন্তু আড়ালে ছিলেন আল্লু অর্জুন। ‘আরিয়া’ সিনেমা তাকে খানিকটা পরিচিতি এনে দেয়। অন্যদিকে, দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যাণের ভাগনে আল্লু অর্জুন। তারপরও তাকে কাজ পেতে বেগ পেতে হয়। তবে ২০০৯ সালে তার অভিনীত ‘আরিয়া টু’ সিনেমা মুক্তির পর বদলে যায় চিত্রপট। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন কাজল আগরওয়াল। এরপর বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে আল্লু অর্জুন সবচেয়ে বেশি সাড়া ফেলেন ‘পুষ্পা’ সিনেমা দিয়ে। এখন ‘পুষ্পা টু’ সিনেমার জন্য মুখিয়ে আছেন তার কোটি ভক্ত-অনুরাগীরা।