ঢাকা
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫২
logo
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৪

বন্ধুত্বের খোলসে ঢাকা বিজয়-রাশমিকার ‘প্রেম’

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের পর্দার রসায়ন বাস্তব জীবনেও গড়িয়েছে। কয়েকবার গুঞ্জন উঠেছে, লিভ-ইন করছেন তারা। এখানেই শেষ নয়, বিয়ের খবর নিয়েও ফিসফাস কম হয়নি। এতকিছুর পরও সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি কেউই। বরাবরই তাদের দাবি— “আমরা দুজন খুব ভালো বন্ধু।”

রাশমিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘পুষ্পা টু’। সিনেমাটির আইটেম গান প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন রাশমিকা। এ অনুষ্ঠানে বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন প্রাক্তন ‘ভারতের জাতীয় ক্রাশ’ রাশমিকা।

রাশমিকার কাছে জানতে চাওয়া হয়, ফিল্ম ইন্ডাস্ট্রির নাকি ইন্ডাস্ট্রির বাইরের কাউকে বিয়ে করবেন? প্রশ্ন শুনেই ‘দুষ্টু হাসি’ দেন রাশমিকা মান্দানা। তারপর বলেন, “এ সম্পর্কে সবাই জানেন।” রাশমিকার এই উত্তর শুনে মঞ্চে অবস্থানরত আল্লু অর্জুন, শ্রীলীলাসহ সবাই হইচই শুরু করেন। এ অভিনেত্রীর প্রতিক্রিয়া সবার যেমন দৃষ্টি আকর্ষণ করে, তেমনি ফিল্ম ইন্ডাস্ট্রির কারো সঙ্গে তার গভীর সম্পর্কেরও ইঙ্গিত দেয়।

কয়েক দিন আগে বিজয় দেবরকোন্ডা প্রেমের সম্পর্কে থাকার তথ্য নিজ মুখে নিশ্চিত করেন। কিন্তু কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা জানাননি। এ ঘটনার পরের দিনই লাঞ্চ ডেটে দেখা যায় বিজয়-রাশমিকাকে। সেই মুহূর্তের একাধিক ছবিও ভাইরাল হয় অন্তর্জালে। তার কয়েক দিন পরই বিয়ে নিয়ে রাশমিকার এই বক্তব্য সন্দেহের বীজ নতুন করে বপণ করেছে। তার ভক্ত ও নেটিজেনরাও দুই দুইয়ে চার মিলিয়েছেন। অনেকের দাবি— “চুটিয়ে প্রেম করছেন রাশমিকা-বিজয়।”

২০১৭ সালে কন্নড় সিনেমার নির্মাতা-অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন রাশমিকা মান্দানা। বাগদানের পরও রাশমিকা এই বিয়ে ভেঙে দেন। যদিও বিয়ে ভাঙার কারণ কখনো জানাননি তিনি। তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি— “বিজয়ের কারণে ভেঙেছিল রাশমিকার এই বিয়ে।”

সংবাদমাধ্যমের এই দাবি আরো খানিকটা পরিষ্কার হয় রাশমিকার একটি সাক্ষাৎকারে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে রাশমিকা মান্দানা বলেছিলেন— “রক্ষিতের সঙ্গে ব্রেকআপের ধকল কাটিয়ে উঠার চেষ্টা করছিলাম। ওই সময়ে আমার কারো যত্ন প্রয়োজন ছিল; যা বিজয় দেবরকোন্ডার কাছ থেকে পেয়েছিলাম। আমি আমার আবেগের সঙ্গে সংগ্রাম করছিলাম, বিজয় আমাকে সাহস জুগিয়েছিল, বুঝিয়েছিল— এর বাইরেও একটি দুনিয়া রয়েছে।”

বিজয়-রাশমিকা অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ডিয়ার কমরেড’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। এ সিনেমার প্রচারের সময়ে রাশমিকাকে পূর্বের প্রেমের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় বিজয় প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশমিকার পাশে দাঁড়ান এবং ওই সংবাদিককে তিরস্কার করেন। ওই সময় বিজয় বলেছিলেন— “আমি ঠিক আপনার প্রশ্নটি বুঝতে পারছি না। আমি যেমন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তেমনি এই বিষয়ে কথা বলাও আপনার কাজ নয়।”

এভাবে নানা সময়ে নানা পরিস্থিতিতে রাশমিকার পাশে থেকেছেন বিজয়। সুযোগ পেলেই দেশ-বিদেশে একসঙ্গে ছুটি কাটিয়েছেন তারা। শুধু তাই নয়, বিজয়ের পারিবারিক অনুষ্ঠানেও বহুবার অংশ নিয়েছেন রাশমিকা। সেসব মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে। কিন্তু যখনই এ জুটির ‘সম্পর্ক’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তখনই ‘বন্ধুত্বের খোলসে’ ঢেকে দিয়েছেন তারা। লুকোচুরির এ খোলস কতদিন থাকবে, তা সময় বলে দেবে!

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram