৩০ নভেম্বর ছিল টলিউড সুপারস্টার জিৎ এর জন্মদিন। এই দিনটিকে যে কেক কেটেছেন জিৎ- তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
জিৎ-এর জন্মদিনের কেকে সিংহ বা লায়নের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় তৈরি হওয়ার কথা রয়েছে ‘লায়ন’ সিনেমা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুাযায়ী, রায়হান রাফী পরিচালিত ‘লায়ন’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে জিৎ-এর। জন্মদিনে কেক কেটে তিনি কী সেই আভাসই দিলেন? প্রযোজক শ্যামসুন্দর দে জিৎ কে এই কেক উপহার দিয়েছেন। চকলেট কেকে দেখা যাচ্ছে সিংহের মুখ। মাথায় সোনালি মুকুট। লায়ন সিনেমাটি যে হচ্ছে এটি তারিই প্রমাণ। এদিকে জিৎ- এর জন্মদিনে রায়হান রাফীও শুভেচ্ছা জানিয়েছেন।
শ্যামসুন্দর জানিয়েছেন, তিনি আশা করছেন বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্ক দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। দ্রুতই শুরু হবে লায়ন সিনেমার শুটিং।