ঢাকা
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৪

ঐশ্বরিয়ার কারণেই সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙে: সোমি আলী

দুই যুগ পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের অসমাপ্ত প্রেম। সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেট থেকে নায়ক-নায়িকার প্রেমপর্বের শুরু। তবে সেই সময় ভাইজান অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, যার নাম সোমি আলী।

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সেই পুরনো দিনের ঘটনা প্রকাশ্যে আনেন সোমি। তিনি জানান, অনেক দিন আগে থেকেই তিনি আঁচ করছিলেন কিছু একটা ঘটছে। সালমনের বাড়ির জিমে হঠাৎই আসতে শুরু করেন নায়িকা। তখনই বুঝতে পেরেছিলেন তার আর সালমনের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসতে চলেছেন।

সঞ্জয়ের ছবির শুটিংয়ের সময় থেকেই দূরত্ব বাড়তে থাকে সালমান এবং সোমির মধ্যে। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় আমি একবার সালমানকে ফোন করেছিলাম। কিন্তু ও ফোন ধরেনি। তখন আমি সঞ্জয়কে ফোন করি। উনি বলেছিলেন সালমান নাকি তখন শুটিং করছেন। এটা কী করে সম্ভব? পরিচালক ফোন তুলে কথা বলতে পারছেন। এদিকে ও পারছে না।’

সে সময় সোমির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ভাইজান। তারপরেও ঐশ্বরিয়ার যাতায়াত বাড়ে তার বাড়িতে। তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে বাড়ির গৃহকর্মীদের থেকে খবর পেতেন। সোমি বলেন, ‘বুঝতে পেরেছিলাম এবার আমার সরে যাওয়ার সময় এসেছে।’ যদিও সালমান-ঐশ্বরিয়ার সম্পর্কও ভেঙে যায় ২০০২ সালে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram