গুলিবিদ্ধ হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ। বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দ। মূলত, ভোরবেলায় বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তার আগে নিজের লাইসেন্সকৃত রিভলবার চেক করার সময়ে মিস ফায়ার হয়। আর গুলি গিয়ে গোবিন্দর হাঁটুতে লাগে।
পরে দ্রুত গোবিন্দকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। কিন্তু মন্তব্য করতে অপারাগতা প্রকাশ করেন। তারা জানিয়েছেন, খুব দ্রুত বিষয়টি নিয়ে কথা বলবেন গোবিন্দর পরিবার।