ঢাকা
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ৪, ২০২৪

সফল শাহরুখের পাঁচ বিতর্ক

বলিউডে তিন দশকের বেশি সময় পার করছেন শাহরুখ খান। কয়েক দিন আগে ষাটে পা দিয়েছেন কিং খান। কিন্তু এখনো সবুজ ‘বাজিগর’খ্যাত এই নায়ক। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো লাইট-ক্যামেরা-অ্যাকশনে সরব শাহরুখ।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। চলচ্চিত্র বোদ্ধাদের যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ব্যবসাসফল সিনেমারও নায়ক তিনি। প্রাপ্তির ঝুলিতেও কম জমা পড়েনি। তবে তিন দশকের ক্যারিয়ারে বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন শাহরুখ। তার বিতর্কিত পাঁচ ঘটনা নিয়ে এই প্রতিবেদেন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিষিদ্ধ শাহরুখ
২০১২ সালের মে মাসে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের স্টাফদের সঙ্গে মধ্যরাতে ঝামেলায় জড়ান বলিউড কিং শাহরুখ খান। ওই ঘটনার পর মুম্বাই ক্রিকেট সংস্থা শাহরুখকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে। ২০১৫ সালের আগস্টে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

মূলত, কলকাতার ম্যাচ শেষে সেদিন শাহরুখ খান মাঠে প্রবেশ করেন। কিন্তু মাঝরাতে তাকে স্টেডিয়াম ছাড়তে বলা হলে স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে। কর্কশ ও বাজে ভাষায় কথা বলেন তিনি। স্টাফরা শাহরুখ খানের মেয়েসহ কয়েকজন শিশুকেও রোখার চেষ্টা করে। পরে এ ঘটনার বিষয়ে শাহরুখ খান বলেছিলেন, ‘আমি মদ্যপ ছিলাম না এবং স্টাফদের সঙ্গে খারাপ আচরণও করিনি। কিন্তু তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পরই রেগে যাই। এমনকি তারা আমার সঙ্গে থাকা শিশুদের সঙ্গেও খারাপ আচরণ করেন। সে কারণেই আমি তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াই।’

প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের পরকীয়া
‘ডন’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেন শাহরুখ খান। ২০০৬ সালে জোর গুঞ্জন চাউর হয়, প্রিয়াঙ্কার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন বাদশা। এমনো গুজব শোনা যায়, প্রিয়াঙ্কাকে বিয়ে করেছেন শাহরুখ। কিন্তু গৌরি খানের আপত্তির মুখে এ সম্পর্ক ছিন্ন করেন তিনি। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেননি প্রিয়াঙ্কা কিংবা শাহরুখ খান।

কয়েক মাস আগে এ বিষয়ে মুখ খুলেন শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা-প্রযোজক বিবেক ভাসওয়ানি। সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাদের (শাহরুখ-প্রিয়াঙ্কা) মাঝে বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু কোনো সেক্সুয়াল সম্পর্ক ছিল না। এ কথা আমি ভাবতেও পারি না। শাহরুখ এ ধরনের মানুষই নন।’

সালমানের সঙ্গে শাহরুখের দ্বন্দ্ব
২০০৮ সালে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে দ্বন্দ্বে জড়ান সালমান খান ও শাহরুখ খান। প্রথমে তর্কাতর্কি পরে তা হাতাহাতি পর্যায়ে গড়িয়েছিল। তবে পরিস্থিতি সামাল দেন শাহরুখের স্ত্রী গৌরি খান। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যম খবরও প্রকাশ করেছিল। এরপর দীর্ঘ পাঁচ বছর কথা বলেননি এই দুই তারকা। ২০১৩ সালে রাজনীতিবিদ বাবা সিদ্দিকী (গত মাসে বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছে) একটি পার্টিতে ডেকে নিয়ে এই দ্বন্দ্বের অবসান ঘটান। এখন শাহরুখ-সালমানের গলায় গলায় সম্পর্ক।

ধর্মীয় অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করে বিতর্ক
২০১৫ সালের নভেম্বরের শুরুতে ভারতের ধর্মীয় অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করে দারুণ বিতর্কের মুখে পড়েছিলেন শাহরুখ খান। ওই বছর জন্মদিনে অর্থাৎ ২ নভেম্বর সাংবাদিকের প্রশ্নের জবাবে শাহরুখ বলেছিলেন, ‘ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা বাড়ছে।’ মূলত, এরপরই শাহরুখের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠেছিল। শাহরুখকে ‘পাকিস্তানি গুপ্তচর’ বলেও অভিহিত করা হয়েছিল। পরে শাহরুখ জানান, তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

রাম চরণকে নিয়ে মন্তব্য করে বিতর্কে শাহরুখ
চলতি বছরে বিয়ে করেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি। অনন্ত-রাধিকা জুটির প্রাক বিবাহ অনুষ্ঠানে ‘ট্রিপল আর’ সিনেমার ‘নাটু নাটু’ গানে নাচেন আমির, সালমান ও শাহরুখ খান। সেখানে উপস্থিত ছিলেন এ সিনেমার অভিনেতা রাম চরণ। তাকে মঞ্চে ডাকার আগে শাহরুখ খান ‘ইডলি বড়া’ বলে সম্বোধন করেন। এতেই চটে যান দক্ষিণী ভারতীয়রা। নেটিজেনদের দাবি— ‘একজন দক্ষিণ ভারতীয়কে ‘ইডলি বড়া’ বলা কোনো মজা হতে পারে না।’ প্রতিবাদ জানিয়ে কেউ কেউ লেখেন, ‘যদি সবটাই এতটাই স্টেরিওটাইপ (গতবাধা) হয়। তাহলে কি ওনাকে (শাহরুখ) সন্ত্রাসবাদী বলে ডাকলে ভুল হবে?’

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, সিয়াসাত ডটকম

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram