ঢাকা
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:৩১
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৪
আপডেট: জুলাই ১৩, ২০২৪
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৪

বিধানসভা উপনির্বাচন: ১৩ আসনের ১১টিতেই এগিয়ে রাহুল গান্ধীর জোট

মাসখানেক হলো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার দল বিজেপি গেল দুই আসরে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার জোট সরকার গঠন করতে হয়েছে। আর গেল নির্বাচনে ভরাডুবি হওয়া কংগ্রেস এবার চমক দেখিয়েছে। বিজেপির ২৪০ আসনের বিপরীতে কংগ্রেস জয় পায় ৯৯টি আসনে।

আর জোটভিত্তিক ফল অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট জয় পায় ২৯৩টি আসন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট আসন পায় ২৩৩টি।

সরকার গঠনের একমাস পেরুতেই দেশটির সাত রাজ্যের ১৩টি আসনে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানেও বড় চমক দেখাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন মোদিবিরোধী জোট ‘ইন্ডিয়া’।

শনিবার দুপুর ১টা পর্যন্ত সংবাদমাধ্যম এনডিটিভি’র খবর অনুযায়ী, ১৩ আসনের দুইটিতে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। আর ৯টিতে এগিয়ে রয়েছে। অপরদিকে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে মাত্র দুইটি আসনে।

পাঞ্জাব রাজ্যের জালান্ধর পশ্চিমে ২৩ হাজারের বেশি ভোটে জয় পেয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গী ও আম আদমী পার্টির নেতা মহীন্দ্রর ভগত। মধ্যপ্রদেশের অমরওয়ার আসনে কংগ্রেসের ধীরেন শাহ ইনভাতি ৪ হাজারের বেশি ভোটে জয় পেয়েছেন।

পশ্চিমবঙ্গের চারটি আসনেই এগিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। হিমাচল প্রদেশের দুই আসনে এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস, হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী আশিষ শর্মা। উত্তরাখণ্ডের বাদ্রিনাথ ও মঙ্গলঘর উভয় আসনেই এগিয়ে কংগ্রেসের প্রার্থী। এছাড়া, বিহারের রুপাউলিতে জনতা দলের প্রার্থী এগিয়ে রয়েছে। আর তামিল নাড়ুতে ডিএমকে’র প্রার্থী এগিয়ে আছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram