ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৭
logo
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৪
আপডেট: আগস্ট ২১, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৪

১৩ বছর পর চেচনিয়া সফরে পুতিন: যোদ্ধাদেরকে বললেন ‘আমরা অপরাজেয়’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার চেচেন পরিদর্শন করেছেন। সেখানে তিনি চেচেন নেতা রমজান কাদিরভসহ চেচনিয়ার যোদ্ধা ও স্বেচ্ছাসেবকদের সাথে সাক্ষাৎ করেন। রমজান কাদিরভের যোদ্ধারা ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এটি ছিল পুতিনের গত ১৩ বছরে উত্তর ককেশাসের এই মুসলিমপ্রধান প্রজাতন্ত্রে প্রথম সফর। সফরটি পূর্ব ঘোষণা ছাড়াই অনুষ্ঠিত হয়। এমন সময় এই সফর যখন মস্কো কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে।

চেচনিয়ার গুডারমেসে অবস্থিত রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে প্রশিক্ষণরত যোদ্ধাদের উদ্দেশে পুতিন বলেন, ‘যতদিন তোমাদের মতো সাহসী পুরুষ রয়েছে, আমরা সম্পূর্ণ অপরাজেয়।’

তিনি আরও বলেন, ‘গণনায় গোলাগুলি করা এক জিনিস, কিন্তু জীবনের ঝুঁকি নেওয়া অন্য। তোমাদের মাতৃভূমির প্রতিরক্ষায় সাহসিকতা ও অভ্যন্তরীণ তাগিদ রয়েছে।’

চেচেন নেতা কাদিরভ জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চেচনিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৪৭,০০০ সেনা পাঠিয়েছে, যার মধ্যে ১৯,০০০ জন স্বেচ্ছাসেবক। কাদিরভ পুতিনকে নিজের ‘পদাতিক সৈনিক’ হিসেবে বর্ণনা করেন। আর পুতিন বলেন, ‘আমার যদি এমন আরও সৈনিক থাকতো তবে আমি খুব খুশি হতাম, কিন্তু একজন এমন সৈনিকও অনেক মূল্যবান।’

চেচনিয়া সফরের আগে পুতিন ১৬ বছর পর উত্তর ওসেটিয়ার বেসলান শহর পরিদর্শন করেন। সেখানে ২০০৪ সালের স্কুল সন্ত্রাসী হামলায় ১৩৬ শিশুসহ ৩৩০ জন নিহত হয়েছিল। পুতিন নিহত শিশুদের মায়েদের সাথে সাক্ষাৎ করে বলেন, ‘এই ট্র্যাজেডি রাশিয়ার ইতিহাসে একটি অনিরাময়যোগ্য ক্ষত হিসেবে থাকবে।’

পুতিন আরও উল্লেখ করেন, আজও যারা দেশকে অস্থিতিশীল করতে চায় রাশিয়া সেসব শত্রুদের মোকাবেলা করছে । তিনি বলেন, ‘ আমরা যেমন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছি, তেমনি কুরস্ক ও দোনবাসের অপরাধীদেরও শাস্তি নিশ্চিত করব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram