গত মাসে ইসমাইল হানিয়াহের মৃত্যুর পর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় ইয়াহিয়া সিনওয়ারকে। বেশ কিছুদিন ধরেই নিখোঁজ রয়েছেন তিনি। অনেকের ধারণা মৃত্যু হয়েছে সিনওয়ার। যা নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনও করেছে। যার প্রেক্ষিতেই এবার সিনওয়ার মৃত্যু হয়েছে কিনা; নিশ্চিত হতে তদন্তে নেমেছে ইসরাইল।
ইসরাইলের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গাজায় আইডিএফ-এর একটি হামলায় হামাস প্রধান নিহত হয়েছে বলে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) গোয়েন্দাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যা নিয়েই এবার তদন্ত করা হবে। কেননা, সাম্প্রতিক সপ্তাহে সিনওয়ারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
টাইমস অফ ইসরাইলের মতে, সিনওয়ার মৃত্যুর খবরটি একটি জল্পনা হয়ে থাকতে পারে। কেননা, এখন পর্যন্ত সিনওয়ার মৃত্যুর বিষয়টি নিয়ে কারো কাছে তেমন কোনো শক্ত প্রমাণ নেই।
এদিকে একটি ইসরাইলি সংবাদপত্র বলেছে, ‘সিনওয়ার অপ্রত্যাশিতভাবে নীরব কিনা তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।’
এদিকে কিছু প্রতিবেদনে সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে স্ট্রিপের নীচে সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন সিনওয়ার- তার আগেও সাময়িকভাবে রাডারের বাইরে চলে গিয়েছিলেন তিনি এবং পরবর্তীতে যুদ্ধবিরতি-জিম্মি চুক্তির জন্য আলোচনার বার্তা জারি করতে পুনরায় আবির্ভূত হন তিনি।