ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোপন এক বাংকারে শত শত মিলিয়ন ডলার রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের এক হাসপাতালের নিচে এসব অর্থ রয়েছে বলে সোমবার (২১ অক্টোবর) ইসরায়েলি বাহিনী জানিয়েছে। খবর ফক্স নিউজ ও এনডিটিভির।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শত শত মিলিয়ন ডলারের নগদ ক্যাশ ও সোনা বাংকারে রয়েছে। এসব অর্থ হিজবুল্লাহ তাদের অভিযানের পেছনে ব্যয় করে।
আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগেরি বলেছেন, আজ রাতে, আমি এমন একটি সাইটের গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছি যেখানে আমরা এখনো হামলা করিনি। হাসান নাসরুল্লাহর ওই বাংকারে হিজবুল্লাহর লাখ লাখ ডলার মূল্যের সোনা এবং নগদ অর্থ রয়েছে। বাংকারটি বৈরুতের প্রাণকেন্দ্রে আল-সাহেল হাসপাতালের নিচে অবস্থিত।
তিনি আরও বলেছেন, বাংকারটি ইচ্ছাকৃতভাবে একটি হাসপাতালের নিচে করা হয়েছে।
ইসরায়েলি এই কর্মকর্তা বলেন, আমি লেবাননের সরকার, কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানাই যে এসব অর্থ হিজবুল্লাহকে সন্ত্রাসবাদে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ব্যবহার করতে দিবেন না।