আর মাত্র তিনদিন বাদেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে অতীতের মতো যদি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের আগাম জয় ঘোষণা করেন, তবে তা ঠেকানো হবে বলে ঘোষণা করেছে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টি। দলটির প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, ২০২০ সালের মতো ট্রাম্প কোনও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিস্তৃত পরিসরে জনগণকে এ ব্যাপারে সতর্ক করা হবে।
শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
গত বুধবার এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছেন, ট্রাম্প যদি গণমাধ্যম ব্যবহার করে মার্কিনিদের ভুলভাল বোঝানোর চেষ্টা করেন, তাহলে তা ঠেকাতে আমরা প্রস্তুত আছি।
চলতি সপ্তাহেই ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনের দিন জয় ঘোষণা করতে সক্ষম হবেন বলে আশাবাদী তিনি। কিন্তু তার বক্তব্যের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভোট পুনর্গণনার দাবি আসতে পারে। তাই, চূড়ান্ত ফলাফল জানার জন্য কয়েক দিন সময় অপেক্ষা করা দরকার।
সাধারণত কর্মকর্তাদের দেওয়া ভোট গণনা বিশ্লেষণ করে প্রধান গণমাধ্যমগুলোই মার্কিন নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করে। প্রার্থীরা অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণার আগেই উদ্যাপন শুরু করলেও, এতো আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য সচরাচর কাউকে দিতে দেখা যায় না।
ওই সাক্ষাৎকারে নিজেদের পরিকল্পনার কোনও বিশদ বিবরণ দেননি কমলা হ্যারিস। তবে, ছয়জন ডেমোক্র্যাট ও হ্যারিসের প্রচারাভিযানের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের আগাম বিজয় দাবির বিরুদ্ধে প্রাথমিক লড়াই জনগণের আদালতে সংঘটিত হবে।
ডেমোক্র্যাট পার্টির এক শীর্ষ কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প তার জয়ের অসত্য দাবি করার সঙ্গে সঙ্গেই আমরা টেলিভিশনের মাধ্যমে সত্য প্রচার করা শুরু করব। তার অযৌক্তিক দাবি খণ্ডানোর মতো জনমত গড়ে তুলব।
উল্লেখ্য, ২০২০ সালে নির্বাচনের পরদিন সকালেই নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প। তিনদিন পর প্রথম কোনও সম্প্রচারমাধ্যম জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করে, যা মেনে নিতে পারেননি ট্রাম্প। তিনি দাবি করেন, জালিয়াতির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তার এ অভিযোগ বিশ্বাস করে যুক্তরাষ্ট্রজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন ট্রাম্পভক্তরা।