সময় যত যাচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের বার্তা ততই স্পষ্ট হচ্ছে। ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৪৮ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২১৬ ইলেক্টোরাল ভোট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। যে সাত সুইং স্টেট মার্কিন নির্বাচনে ফলাফলের ব্যবধান ও জয় নিশ্চিত করে দেয় সেইসব সাত রাজ্যের দুইটিতে ইতোমধ্যে জিতেছেন ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় জয়ের পর জর্জিয়ায় জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। এ ছাড়া একটি বাদে অন্যান্য রাজ্যগুলোতেও এগিয়ে আছেন ট্রাম্প।
গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জয়ের আভাস পাওয়ার পর শিগগিরই ভাষণ দেওয়ার প্রস্ততি নিচ্ছেন ট্রাম্প। তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।
অন্যদিকে আজ রাতে কমলা হ্যারিসের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের সহ-সভাপতি সেড্রিক রিচমন্ড জানিয়েছেন, কমলা হ্যারিস আজ রাতে আর ভাষণ দেবেন না।