অতি গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভ্যানিয়াও দৃশ্যত হাতছাড়া হয়ে যাচ্ছে ডেমোক্রেটদের। সেখানে এরই মধ্যে শতকরা ৯৪ ভাগ গণনা শেষ হয়েছে। তাতে জয়ের ধারায় রয়েছেন ডনাল্ড ট্রাম্প। সেখানে শতকরা ৫০.৯ ভাগ ভোট পেয়েছেন তিনি। কমালা পেয়েছেন শতকরা ৪৮ ভাগ। এমনিতেই ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটে ২৪৮ এ পৌঁছে গেছেন। যদি এই রাজ্যে তিনি জয় পান তাহলে তার সঙ্গে যোগ হবে আরও ১৯টি ইলেকটোরাল কলেজ ভোট। তাতে তার মোট ভোট দাঁড়াবে ২৬৭। আর মাত্র তিনটি ইলেকটোরাল কলেজ ভোট পেলেই তিনি সেই ম্যাজিক সংখ্যা ২৭০ ছুঁয়ে দিয়ে ইতিহাস রচনা করবেন ।